ফতেয়াবাদ মহাকালী বালিকা বিদ্যালয় : ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুনীল কান্তি দে’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইমাম হাসান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন বিজন বিহারি নাথ। প্রধান অতিথি ছিলেন, সৈয়দ মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন জাকির হোসেন, অঞ্জন কুমার চৌধুরী, লায়ন রিমন কান্তি মুহুরী, প্রবাল ঘোষ দেবু, সন্জয় দে, তড়িৎ দাশ, ডাঃ আশীষ ঘোষ, দেবাশীষ পাল, ফাল্গুনী ঘোষ, সুশান্ত সেন, কৃষ্ণ বনিক, কানু ঘোষ, জলি পারিয়াল, জগন্নাথ চন্দ্র দাস, সুদীপ্ত চৌধুরী, সমর রায় নাথ, লিটন শীল, স্বাতী শীল, সাকী দেব, রুজি দাশ মিলকু নাথ, লিজা চৌধুরী, জয়শ্রী কুন্ড প্রমুখ।
সরকারি শারীরিক শিক্ষা কলেজ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র–ছাত্রীরা। এসময় উপস্থিত ছিলেন কলেজের রুটিন দায়িত্বপ্রাপ্ত প্রভাষক সাইফুল্যা মুনির, প্রভাষক জহিরুল ইসলাম, শ্যামলী রানী ভৌমিক, চঞ্চল বিশ্বাস, জিকু কুমার নাথ ও অতিথি প্রভাষক ডা: রনজিত পাল।
বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল : বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃক আয়োজিত ছাত্র–ছাত্রীদের উপস্থিতিতে প্রভাতফেরীর মাধ্যমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান মোহাম্মদ শফি, প্রধান শিক্ষক শওকতুল ইসলাম, পরিচালক ইসতিয়াক আহমেদ, ছমিউল্লাহ, মোঃ আতাউল্লাহ বোখারী, নুসরাত রেহেনা, খাইরুল আবেদিন রনি, শাহীন সুলতানা, নাজিম উদ্দিন, তানভীর হাসান তনয়, তানভীর হাসান আনাস, শহিদুল ইসলাম, সাথী দত্ত, সৌমি আলী, পিৃথ্বী রাণী দে, মনিষা দাশ প্রমুখ।
৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আ.লীগ : ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরীর নেত্বত্বে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। পরে নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের প্রজন্ম–বৃহত্তর চট্টগ্রাম : মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত অমর একুশের আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাঙালির মাতৃভাষাকে ভালোবাসার চেতনা আজ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কালজয়ী নেতৃত্বে একুশ এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই অর্জন এখন বাঙালির, বাংলাদেশের। ২১ ফেব্রুয়ারি সকালে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংগঠনের নির্বাহী সভাপতি সাইফুন নাহার খুশীর সভাপতিত্বে আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী। বক্তব্য রাখেন মোহাম্মদ আবুল কাশেম, রাজীব চন্দ, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, দীপন দাশ, নবী হোসেন সালাউদ্দিন, কোহিনুর আকতার, এম এ খালেক, আবদুর রহিম, অনিমেষ পালিত, এস এম মাহী, রিমান বিন চৌধুরী, বন্ধন সেন, জয় দাশগুপ্ত প্রমুখ।
সাতকানিয়া ব্রাহ্মনডেঙ্গা জুনিয়র হাই স্কুল : সাতকানিয়া উত্তর ব্রাহ্মনডেঙ্গা সরকারি জুনিয়র হাই স্কুলের উদ্যোগে অমর একুশে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস প্রভাতফেরী, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। স্কুল কমিটির সভাপতি ডাঃ ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ–সভাপতি ও বৃহত্তর চট্টগ্রাম মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি আবদুল মালেক খান। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নুরুল আমিন মেম্বার। বক্তব্য রাখেন আনোয়ার খান জিহাদী, ফরিদুল আলম, ফারজানা চৌধুরী, তসলিমাতুল জান্নাত, মাস্টার নুরুল ইসলাম, মাস্টার মোহাম্মদ আলী, মাস্টার অনুপম প্রমুখ।
দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ : শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মোঃ ইসমাইল, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসলাম সওদাগর, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ–সভাপতি নরুল ইসলাম মাষ্টার, নজরুল ভূইয়া, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
যুবলীগ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ এর প্রথম প্রহরে মহানগর যুবলীগের সংগঠক ইঞ্জিনিয়ার তৈয়ব হোসেন রুবেলের নেতৃত্বে নগরীর ২নং গেটস্থ সিডিএ মাঠ প্রাঙ্গণ থেকে ভাষা শহীদদের স্মরণে মিছিল অনুষ্ঠিত হয়ে নাসিরাবাদ শিল্প অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ২নং গেটে ঐতিহাসিক বিপ্লব উদ্যান প্রাঙ্গণে শহীদ বেধীতে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ইফতেখার হাসান বেনজির, নূর মোহাম্মদ লিটন, আক্তার হোসেন জব্বার, মোঃ জিয়া, রানাশীল, সঞ্জয় গোস্বামী। আরো উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম রনি, মোঃ মানিক, মোঃ জাবেদ, ইস্তেয়াক বাপ্পি, মোঃ পারভেজ, মোঃ আশরাফুল যুবাদার, মোঃ বাবু, রাজু, ইমন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এনায়েত বাজার মহিলা কলেজ : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এনায়েত বাজার মহিলা কলেজের উদ্যোগে কলেজে ক্যাম্পাসে স্থাপিত শহিদ মিনারে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা. সেলিম আকতার চৌধুরীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর ‘শেখ রাসেল দেয়ালিকা’ উন্মোচন করা হয়। এরপর মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগম। প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. সেলিম আকতার চৌধুরী।
কাটগড় জেলেপাড়া মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উত্তর পতেঙ্গা কাটগড় জেলেপাড়া মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির উদ্যোগে গত ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। পতেঙ্গা থানা মৎস্যজীবীলীগ ও উত্তর পতেঙ্গা কাটগড় জেলেপাড়া মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির সভাপতি সোনা বাবু দাশের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, পতেঙ্গা থানা মৎস্যজীবীলীগের সাধারণ সস্পাক রুবেল দাশ ও উত্তর পতেঙ্গা কাটগড় জেলেপাড়া মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির সাধারণ সম্পাদক শ্যামল দাস। এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরি সদস্য পান্না দাশ, কাঞ্চন দাশ, রানা দাশ, অপু দাশ, শান্ত দাশ, সুব্রত দাশ, পরিমল দাশ (লক্ষন), সজীব দাশ, রাতুল দাশ, দিপ্ত দাশ প্রমুখ।
বায়েজিদ মডেল স্কুল : যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে চট্টগ্রাম নগরের বায়েজিদ মডেল স্কুল। ২১ ফেব্রুয়ারি সকালে শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানায় স্কুলের শিক্ষার্থীরা। এ সময় তারা একুশের চেতনায় দেশ গড়ার শপথ নেয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা, দলীয় নৃত্য, দলীয় সংগীত,বৃন্দ আবৃত্তি, দেয়ালিকা প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বায়েজিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাজহারুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জান্নাত, সিনিয়র সহকারী শিক্ষক মুন্নী বড়ুয়া, মো. আল– ঈশাদ চৌধুরী, রোমানা আক্তার, মানজুরুল, তারিন, সুমি, তানিয়া, নন্দিতা, লিলি, বকুল, শাওরিন, ইসরত, রশ্মি, নওশিন, জেসমিন, শান্তা, সোমা, শম্পা। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
সূর্য সাথী : মাতৃভাষা দিবসে নানা আয়োজনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নগরীর বাদুরতলার ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক যুব ও ক্রীড়া সংগঠন ‘সূর্য সাথী’। প্রভাত ফেরী সহকারে কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত শহীদ বেদিত শ্রদ্ধা নিবেদন, শিশুদের নিয়ে বয়স ভিত্তিক কুইজ, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিশু আবৃত্তিকার মো. মাছুম উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন সংগঠনের ক্ষুদে হাফেজ আলী হোসেন নিশান ও গীতাপাঠ করেন বিশ্বজিৎ দে। সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা আজহারুল ইসলাম রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দ. বাদুরতলা মহল্লা কমিটির সভাপতি শহিদুল আলম খসরু, স্বাগত বক্তব্য রাখেন আমির মাহমুদ খসরু রাজু, বিশেষ অতিথি ছিলেন মহল্লার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জাসেদ, সহ–সভাপতি মশিউর রহমান কাঞ্চু, মুহাম্মদ খোরশেদ আলম, আমির হোসেন রতন, সুজন দাশ, কাজী মতিউর রহমান মুন্না, মো. রবিউল হোসেন, নুরুল আলম নুরু, জাহিদুল আলম জাহেদ, মো. নয়ন, আশরাফুল আলম মিঠু, মো. রিফাত, মো. হাসান, শান্ত গুহ, অনিক পাল, অভি চৌধুরী, আনজু বিনতে আমির ও সায়ন্তিকা দে সহ আরো অনেকে।
খাজা আজমেরী স্কুল : খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়, খাজা আজমেরী কিণ্ডারগার্টেন ও খাজা আজমেরী গ্রামার স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের সেক্রেটারি, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আবু বকর মোহাম্মদ মুহিববুল্লাহ। প্রধান অতিথি শহীদ দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিণ্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মনিরুজ্জমান, উপাধ্যক্ষ রাইখানী জান্নাত, গ্রামার স্কুলের অধ্যক্ষ মিসেস মাহমুদা সুলতানাসহ বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকাবৃন্দ।
হাটহাজারীর নাজিরহাট কলেজ : হাটহাজারীর নাজিরহাট কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। ২১ ফেব্রুয়ারি সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দীন ও উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলামসহ শিক্ষক–শিক্ষার্থী–কর্মচারীদের সাথে নিয়ে বিএনসিসি, রোভার, রেঞ্জার এবং রেড ক্রিসেন্টের সম্মান প্রদর্শন পূর্বক জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা অর্ধনমিত করে দিবসের কর্মসূচির শুভ সূচনা করেন। পরে প্রভাত ফেরির মাধ্যমে শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করে ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক অনোমদর্শী বড়ুয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দীন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন অধ্যাপক গোলাম কিবরিয়া, অধ্যাপক লিটন ভট্টাচার্য্য, অধ্যাপক শিরিন আকতার, অধ্যাপক শ্যামল দাশ, অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য্য প্রমুখ।
ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় : ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মহান ভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভা প্রধান শিক্ষক শহীদুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়হলরুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি নিউরোসার্জন অধ্যাপক ডা, মোহাম্মদ কামাল উদ্দিন। শিক্ষিকা সাজিয়া আফরিন কুহেলী ও আতিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিচালনা পরিষদ সদস্য মোঃ আলী ফারুক চৌধুরী, মোহাম্মদ এমরান,মোঃ লোকমান হাকিম, মোঃ জানে আলম চৌধুরী জিসান, সেবিকা মূখাজী ,শিখা রানী দেবী,মাওলানা মোঃ হাসেম,রহিমা কানিজ, ফারহানা হক, মোঃ দিদারুল ইসলাম, পুতুল রানী নাথ, রাবেয়া খানম মুক্তা, পুনম বড়ুয়া ,উৎসব সেনগুপ্ত, মোঃ শফি উল্লাহ, মোশাররফ হোসাইন, শহীদুল ইসলাম, রুমি আক্তার, সাবিহা সাইমা, পাপিয়া নাথ, মোঃ এরফান, এইচ এম সাইফুল, আবু নাসের, আজিজুল হক, সাইফুল ইসলাম, শফিউল আজম, লায়ন রিমন কান্তি মুহুরী প্রমূখ নেতৃবৃন্দ।
বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসা : হাটহাজারী উপজেলার বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় শহীদ দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জিবি সভাপতি মোহাম্মদ ইউনুস গনি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইন্িজনিয়ার মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ ফোরকান বাবু। মাওলানা শওকতুল ইসলাম ও রুহুল কাদের চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ নূরুল আমিন, আল্লামা আ,ন, মনজুর হায়দার সিদ্দিকী, মোহাম্মদ নাছির উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনজুরুল কাদের, মাওলানা ফরিদুল হক চৌধুরী, মাওলানা আবু তাহের ফারুকী, মাওলানা সাঈদুল ইসলাম পাটোয়ারী, মাওলানা আরিফুল মোস্তফা, মাওলানা আব্দুন নূর, তোফাজ্জল হোসেন, এ এইচ, এম সৈয়দ নূর, মাসুদ পারভেজ, পেয়ার মোহাম্মদ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা রাশেদুল ইসলাম চৌধুরী,সানজিন মাহামুদ, মাওলানা মোহাম্মদ মাসউদ প্রমুখ।
মকবুলিয়া মাদরাসা : চন্দনাইশের হাশিমপুর ইসলামিয়া মকবুলিয়া কামিল (এম এ) মাদরাসায় বুধবার মাতৃভাষা দিবস উদযাপন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে। মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮নং হাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাদরাসার গভর্নিং বডির সহ–সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আলমগীরুল ইসলাম চৌধুরী। আরবি প্রভাষক মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় মাদরাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ ঈসা, মুহাম্মদ নাজমুল করিম, মাওলানা নুরুল আমিন, মুহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা আব্দুল করিম, মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা আ তা মু নিজাম উদ্দিন, রেবেকা সুলতানা, সাবিহা নাজমুন নাহার, নুরুন নাহার, এস কে মিত্র, মাওলানা মঞ্জুর আলম, মুহাম্মদ মহিউদ্দিন, জাফর আহমদ, মুহাম্মদ বজলুল হক, মাওলানা মুহাম্মদ আইয়ুব আলী, মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা ফৌজুল আজিম, মাওলানা নুরুল আলম, মুহাম্মদ মুরাদুল ইসলাম প্রমুখ।
ফয়যানে মুস্তাফা : মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ফয়যানে মুস্তাফা এর উদ্যোগে রাজনীতিবিদ মহিউদ্দিন বকুল এর সার্বিক পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও সুন্নাতে খৎনা ক্যাম্প উত্তর শিকলবাহা মাষ্টার হাট মহিউদ্দিন বকুল এর বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফয়যানে মুস্তাফার সভাপতি জাবেদ হোসেন সাগর এর সভাপতিত্বে ফ্রি চিকিৎসা ক্যাম্প এর উদ্বোধন করেন মহিউদ্দিন বকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জসিম উদ্দিন, এস.আই মোবারক হোসেন, লিয়াকত আলী, ইমতিয়াজ উদ্দিন, মুহাম্মদ আলী, মিজান আত্তারী, মাওলানা মুহাম্মদ বরকত আলী।