শ্রদ্ধা ও ভালবাসায় বাবুকে স্মরণ

৯ম মৃত্যুবার্ষিকীতে কবরে সর্বস্তরের মানুষ

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৫ নভেম্বর, ২০২১ at ৯:০৫ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৯ম মৃত্যুবার্ষিকীতে আনোয়ারায় হাইলধরে ফুলে ফুলে সিক্ত হল বাবুর কবর। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা – কর্ণফুলীতে শোভা পাচ্ছে শোকের ব্যানার, পোস্টার ও তোরণ। আনোয়ারা উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, ইউসিবিএল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে খতমে কোরআন, দোয়া মাহফিলের আয়োজন করে।
গতকাল বৃহস্পতিবার হাইলধরে বাবুর কবরে পুষ্প্যমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপি, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম এম.পি, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম.দিদারুল ইসলাম, আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এস এম আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ.ফ.ম টিপু সোলতান, চেয়ারম্যানদের মাঝে এম.কাইয়ুম শাহ, জানে আলম, শাহাদত হোসেন চৌধুরী, হাসনাইন জলিল চৌধুরী সাকিল, অসীম কুমার দেব, ইয়াসিন হিরু, মামুনুর রশীদ চৌধুরী আশরাফ, নাজিম উদ্দীন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতাদের মাঝে ভিপি জাফর উদ্দীন চৌধুরী, ফজলুল করিম চৌধুরী বাবুল, নোয়াব আলী, কলিম উদ্দীন, সুগ্রীব মজুমদার দোলন, সগীর আজাদ, আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, হাফেজ আবুল হাসান কাশেম, বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ, আজিজুল হক নসু, আফতাব উদ্দিন সোহেল, জসিম উদ্দিন আমজাদী, শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ্‌ সুমন, কর্ণফুলী প্রেসক্লাবের সভাপতি মোরশেদুুর রহমান নয়ন, সাধারণ সম্পাদক আবেদ আমেরী, আনোয়ারা উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্ত্তী, সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি রাসেল, কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি সোলাইমান তালুকদার, সাধারণ সম্পাদক মো.সেলিম হক, আনোয়ারা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর, সাধারণ জাফর ইকবাল, কর্ণফুলী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমজাত হোসেন, সাধারণ সম্পাদক শাহেদুর রহমান শাহেদ।
এছাড়া ইউসিবিএল কর্ণফুলী, আনোয়ারা, চাতরী ও বটতলী শাখা, কাফকো শ্রমিক ইউনিয়ন, সিইউএফএল শ্রমিক ইউনিয়ন, জেলা কৃষক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা মহিলা আওয়ামী লীগ, আনোয়ারা-কর্ণফুলীর ১৬ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আনোয়ারা সরকারি কলেজ, বটতলী শাহ্‌ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ, যুগেশ চন্দ্র মেমোরিয়েল ট্রাস্ট, হাইলধর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র, বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়, রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন, বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, নানা পেশার মানুষ বাবুর কবরে পুস্পমাল্য অর্পণ, জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।

পূর্ববর্তী নিবন্ধকোভিড চিকিৎসায় প্রথম বড়ি অনুমোদন যুক্তরাজ্যে
পরবর্তী নিবন্ধচবিতে প্রকৌশলীর মাথা ফাটালেন পিয়ন