চার দল নিয়ে হওয়া প্রতিযোগিতায় ব্রোঞ্জের লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে আইএসএসএফ শ্যুটিংয়ে আরেকটি পদক পেল বাংলাদেশ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মঙ্গলবার ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ১৭-১৫ ব্যবধানে সিঙ্গাপুরকে হারায় শোভন চৌধুরী-রাব্বী হাসান মুন্না ও মোহাম্মদ আলীকে নিয়ে গড়া বাংলাদেশ দল। সব মিলিয়ে এ প্রতিযোগিতায় পঞ্চম পদক জিতল বাংলাদেশ।