হিন্দু সমপ্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপাবলি উৎসব আজ। উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্বীর্যপূর্ণ পরিবেশে আজ বৃহস্পতিবার নগরী ও জেলার বিভিন্ন এলাকায় কালী পূজার আয়োজন করা হয়েছে।
প্রতি বছর দুর্গাপূজার বিজয়ার পরবর্তী বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিতা হন দেবী শ্যামা। এ পূজা দীপাবলি বা ‘দিওয়ালি’ নামেও পরিচিত। আজ বৃহস্পতিবার দেবী শ্যামাকে আরাধনার দিন একই সঙ্গে দেওয়ালি বা দীপাবলি উৎসবও উদযাপিত হবে। অশুভ শক্তির অন্ধকার ঠেলে মন্দির থেকে ভক্তের গৃহকোণে আজ জ্বলে উঠবে সহস্্র প্রদীপ। আলোয় আলোকিত হবে চারদিক। ‘দীপাবলি’ বা ‘দিওয়ালি’র অর্থ প্রদীপের সারি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী শ্যামা শান্তি, সংহতি ও সমপ্রীতি প্রতিষ্ঠার প্রতীক। হিন্দু পুরাণ মতে, দেবী শ্যামা দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। চট্টগ্রামেও শ্যামা পূজা ও দীপাবলি উৎসব উদযাপিত হবে।
চট্টেশ্বরী কালী মন্দির, গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির, সদরঘাট কালী মন্দির, লাভ লেইন দয়াময়ী কালী মন্দির, জেএম সেন হলে শ্যামাপূজা মণ্ডপ, চকবাজারস্থ আনন্দময়ী কালী মন্দির, গোসাইলডাঙ্গা কালী মন্দির, দেওয়ানেশ্বরী কালী মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, কাপাসগোলা কালী মন্দির, চেরাগী পাহাড় কালী পূজা মণ্ডপ, পটিয়া ধলঘাট বুড়া কালী মন্দির, চন্দনাইশ কালী হাটের কালী মন্দির, বরমা বুড়া কালী মন্দির, বাঁশখালী নিমকালী মন্দির, আনোয়ারা উপজেলা শিলালিয়া সর্বজনীন দুর্গা মন্দিরে কালী পূজা মণ্ডপ, সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে কালী মন্দিরে, বোয়ালকালী কালী মন্দিরসহ বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে শ্যামা পূজা অনুষ্ঠিত হবে।
জেএম সেন হলে মহানগর পূজা উদ্যাপন পরিষদ : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শ্যামাপূজা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্যদিয়ে আজ নগরীর জেএম সেন হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে–সমবেত প্রার্থনা, ঢাক–ঢোলের মাধ্যমে মায়ের আরতি, মায়ের পূজা, পুষ্পাঞ্জলি প্রদান।
গোলপাহাড় কালী মন্দিরে শ্যামাপূজা : নগরীর ও আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে শ্যামাপূজা দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে আজ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে–মায়ের আহ্বান ও বাল্যভোগ, সমবেত শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, চণ্ডীপাঠ, শ্যামা সঙ্গীত, মায়ের পূজা ও ভোগ নিবেদন, প্রসাদ আস্বাদন, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মসম্মেলন ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, নৃত্যনাট্য, চণ্ডী পরিক্রমা ও মাতৃ সংগীত, শ্যামা মায়ের মহাপূজা। ধর্মসম্মেলনের উদ্বোধন করবেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। প্রধান বক্তা থাকবেন পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক ফরিদা খানম। ধর্মতত্ত্ব পরিবেশন করবেন নন্দনকানন ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীপাদ তারা নিত্যানন্দ প্রভু ও উত্তম কুমার চক্রবর্তী।