শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজকে সম্পৃক্ত করতে হবে

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তারা

আজাদী ডেস্ক | শনিবার , ১৩ নভেম্বর, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

নানা আয়েজনের মধ্যে চট্টগ্রামে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে। কর্মসূচিতে ছিল- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, র‌্যালি, শোভযাত্রা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ। সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসামপ্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে।
দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবলীগ : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে আর্টিলারি মোড়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো ইসমাইল। ওয়ার্ড যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ফরিদের সভাপতিত্বে ও নজরুল ইসলাম সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন সওদাগর, নজরুল ইসলাম ভূঁইয়া, বাহারে আলম, মোহাম্মদ হাসান, আলি হাসান খান, নুরুজ্জামান সান্টু, মাহবুব আলম, রেজাউল করিম ভুট্টো, কাউসার। যুবলীগ নেতা কে এম শরীফ, মঞ্জু, কুতুবুদ্দিন আলী, রাশেদ, শরিফ, বাবু, খলিল, আক্তার, শাহজাহান, শাহাবুদ্দিন। ছাত্রলীগ নেতা ইমন, ফাহিম, সুব্রত দাস, টুটুল, শাহীন প্রমুখ।
সাবেক কেন্দ্রীয় সদস্য আরিফুর রহমান : যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোহাম্মদ আরিফুর রহমানের উদ্যোগে হালিশহর একটি কমিউনিটি সেন্টারে কেক কাটার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অহিদুল আমীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, শেখ আব্দুল মান্নান, হানিফুল ইসলাম, এমদাদুল হক ভুঁইয়া, যুবলীগ নেতা মোহাম্মদ বেলাল মিয়া, বাবলু দাশ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ জালাল উদ্দীন, মোহাম্মদ শামীম, কলিম উল্যাহ্‌, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রুবেল, অনিক মজুমদার, অনিক রায়, রবিন, সৌরভ দত্ত, বিজয় বড়ুয়া, রাকিব, ফয়সাল, হৃদয়, হায়দার প্রমুখ।
পটিয়া উপজেলা যুবলীগ : পটিয়া প্রতিনিধি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পটিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। উপজেলা যুবলীগের সভাপতি হাসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও ইমরান উদ্দিন বশির এবং মাস্টার রিটন নাথের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোতাহারুল ইসলাম চৌধুরী, জেলা আ’লীগ নেতা বিজন চক্রবর্তী। বক্তব্য রাখেন হাবিবুল হক চৌধুরী, মোহাম্মদ ফোরকান, মোরশেদুল হক, দিদারুল আলম, শাহ আলম মেম্বার, এনামুল হক মজুমদার, হারুন মাস্টার, সৈয়দ জাবেদ সরোয়ার, শীতল তালুকদার, শাহ আজিজ, শিমুল দে, রবিউল আলম ছোটন, ইয়ার মোহাম্মদ বুলু, মোহাম্মদ মহিউদ্দিন, শাহজাহান চৌধুরী, নাজমুল শাকের সিদ্দিকী, আরাফাত শাকিল, অজয় শিল, আব্দুল্লাহ-আল-নোমান, ইয়ার মোহাম্মদ বাবর, বেলাল চৌধুরী, মোহাম্মদ সাইফুল, আলমগীর তালুকদার, জিয়া উদ্দিন বাবলু, ফয়সাল আহম্মেদ জনি, মোহাম্মদ মফিজ, আবদুল মাজেদ টিটু, সেলিম উদ্দিন, শেখ মনির, আহমদ নুর সাগর, মোহাম্মদ জামাল, আনোয়ার তালুকদার, আনিসুল ইসলাম, রনধীর দে, কাজী কাদের, হোসেন রনি, আবুল কাশেম আকাশ, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ হাসান, বুলবুল হোসেন, প্রমুখ।
চান্দগাঁও থানা যুবলীগ : যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল পুরাতন চান্দগাঁও এলাকায় যুবলীগ নেতা জাহেদ আহম্মদ চৌধুরী বাবরের সভাপতিত্বে ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য যুবলীগ নেতা ওয়াহিদুল আলম ওয়াহিদের সঞ্চালনায় এক আলোচনা সভা ও কেক কেটে যুবলীগের ৪৯তম জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা যুবলীগ নেতা আলমগীর, বখতিয়ার উদ্দীন, তারেক চৌধুরী, শহিদুল ফজল, জাহেদ লিটন, আজমাঈল, আব্দুল হালিম, শাহিন, সাদ্দাম, রায়হান, আবিদ, জিহাদ প্রমুখ।
৪২নং নাসিরাবাদ ওয়ার্ড যুবলীগ : যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নগর যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো. জাবেদ হোসেন খাঁন-এর সভাপতিত্বে নগরীর বেবী সুপার মার্কেটস্থ চট্টগ্রাম কনভেনশন সেন্টারে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলম, আরও উপস্থিত ছিলেন সাবেক ভিপি ওমরগণি এমইএস কলেজ মো. ইউনুস, মহিলা কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য লায়ন সাহাব উদ্দিন আরিফ, মহানগর যুবলীগের সিনিয়র সদস্য তৌফিক আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দ্বীনবন্ধু দাশগুপ্ত, নজরুল ইসলাম, নগর যুবলীগ নেতা আলমগীর আলম, আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান বাবুল, নগর যুবলীগ নেতা আল মাসুদ চৌধুরী হিরু, আব্দুল মান্নান, মনির হোসেন জাহাঙ্গীর, মহীউদ্দীন শাহীন, হানিফ মো. খোকন, মো. আসাদ, মো. মিজানুর রহমান চৌধুরী, ইঞ্জি. জাবেদ হোসেন রাজু, মহিলা নেত্রী কুলসুমা বেগম, রোকসানা বেগম, রিনা আক্তার, যুবনেতা আবুল কালাম আজাদ, মো. বাবুল, মো. রাসেল, মো. মাহী সহ ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দ।
যুবলীগের সংগঠক আরিফুল ইসলাম : যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক যুবনেতা আরিফুল ইসলাম মাসুমের ব্যবস্থাপনায় ও ছাত্রনেতা তালুকদার পারভেজের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরবর্তী সমাজের অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আনোয়ার, সদস্য সাখাওয়াত হোসেন স্বপন, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দীন চৌধুরী, আবু বক্কর চৌধুরী, জিল্লর রহমান রায়হান, সাবেক ছাত্রনেতা আবু নাছের চৌধুরী আজাদ, আবু সাঈদ সুমন, মহানগর যুবলীগ নেতা গোলাম দস্তগীর হোসেন চৌধুরী, প্রকৌ: রুকন উদ্দীন, আনিসুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ আলী, সাজ্জাদ হোসেন, আবু সাহাদাত চৌং শিপন, আলী হাসান রানা, বেলাল হোসাইন, জিয়া উদ্দীন চৌং, প্রকৌ: আবু তৈয়ব রুবেল, মো. রুবেল, শহীদুল ইসলাম, ইমরান শাওন, ছাত্রলীগ নেতা কাজী তারেক, তৌহিদুল ইসলাম বাবু, ফরহাদ হোসেন প্রমুখ।
রাউজান উপজেলা যুবলীগ : রাউজান প্রতিনিধি জানান, উপজেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ও রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জাব্বার সোহেলের সঞ্চালনায় অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, সাহাবুউদ্দিন আরিফ, কাউন্সিলর জসিম উদ্দীন চৌধুরী, আব্দুল লতিফ। বক্তব্য রাখেন সারজু মো. নাসের , নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম, আহসান হাবীব চৌধুরী, কাজী রাশেদ, মনছুর আলম, মঈনুদ্দিন, দিদারুল আলম, তপন দে, আ জ ম রাশেদ, আজাদ হোসেন, হাসান মো. রাসেল, জিয়াউল হক রোকন, আবু ছালেক, মাসুদুল আলম, সুজন বিশ্বাস, জাহেদুল আলম জাহেদ, সাবের হোসেন, সবুজ দে বানু, আজাদ হোসেন, রবিউল হোসেন আরিফ, উদয় দত্ত, সালাউদ্দিন, সরোয়ার আজাদ, পল্টন দেব, ইসহাক ইসলাম, এনামুল হক এনাম, বেলাল হোসেন, এস এম সোলাইমান বাদশা, আনোয়ার হোসেন, তারেক তালুকদার, এমরান হোসেন মনির, টনি বড়ুয়া, আজাদ খাঁন, মোহাম্মদ মিজান, ওয়াহেদ বাবলু, মিজানুর হক, বিল্পব মহাজন, জিকু দত্ত, জনি চৌধুরী, সাইফুদ্দিন বাবর প্রমুখ।
২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড যুবলীগ : ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড যুবলীগের উদ্যোগে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচানা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ। এতে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগ নেতা রহিম দাদ খান বাদশা। তার ব্যবস্থাপনায় সভা সঞ্চালনায় ছিলেন যুবনেতা আবদুর রাজ্জাক। উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আসাদ খান, মো. রিপন, ফয়সাল রেজা, রাসেল মাহমুদ কায়সার, মাঈনুল ইউসুফ খান মিলন, শফিকুল আজম খান, হাসান মুরাদ খান, জামিল খান, শাহ আলম, নূর নেওয়াজ খান সোহেল, মো. দুলাল, মো. আলম, জাবেদ আলী, মো. রাজ্জাক, মো. ওসমান, মো. জাহেদ, মো. শওকত, মো. শফি, রাশেদুল কাদের মাহিম, মো. আকাশ, অনিক খান, আজগর প্রমুখ।
যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু : যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে পুরাতন রেল স্টেশন চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ মিছিলের আয়োজন করা হয়। র‌্যালিটি পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে শুরু করে রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট হয়ে দারুল ফজল মার্কেট আমতল থেকে কোতয়ালী মোড় হয়ে পুনরায় পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে এসে মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও ইসমাইলের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন রঞ্জিত কুমার শীল, প্রফেসার নুরনবী পারভেজ, লোকমান, রায়হান নেওয়াজ সজিব, মারুফ আহমেদ সিদ্দিকী, সাজ্জাদ আলী জুয়েল, ইমতিয়াজ আহমেদ বাবলা, রাশেদ চৌধুরী, জাহিদ হোসেন খোকন, ইমতিয়াজ সুমন, দিদারুল আলম, কাজী আরিফ, নুরুল ইসলাম রাসেল, এমরান হোসেন, মাকসুদুল আলম জিকু, মোশারফ হোসেন শাপলু, মাহবুব হোসেন কিরন, সোহেল রানা, সালাউদ্দিন, জহির রায়হান, মারুফুল ইসলাম মারুফ, সাজিবুল ইসলাম সজিব, যুবায়ের হোসেন অভি, আবু নাসের জুয়েল, প্রমুখ।
চন্দনাইশ যুবলীগ : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলা যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কেক কাটার মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়। উপজেলা যুবলীগের আহবায়ক মো. তৌহিদুল আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক এএসএম মুছা তছলিম ও মুরিদুল আলম মুরাদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সিরাজুল ইসলাম চৌধুরী, মো. শাহাজাহান, আজিজুর রহমান আরজু, ফোরক আহমদ, আনসারুল হক, কৃষ্ণ চক্রবর্ত্তী, মোহাম্মদ হোসেন, সাইফুদ্দিন খালেদ, কাজী খোরশেদ আলম, জহিরুদ্দিন বাবুল, জামশেদ গাউস রিকন, জিল্লুর রহমান, আবদুর রহমান, ফৌজুল করিম, সোহেল হোসেন মন্টু, শেখ মোহাম্মদ সোহেল, মিজবাহ উদ্দিন ভুট্টো, শাখাওয়াত হোসেন টিপু, জসিম উদ্দিন, এসএম রবিন, মাইনুদ্দিন বাচা, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, সালাউদ্দিন পারভেজ, মো. আমিন, ইব্রাহিম, মোসলেম উদ্দিন, সুজন সরকার, আকতার হোসেন, ছাত্রলীগ নেতা জাহেদুর রহমান চৌধুরী, কাজী নাজমুল ইসলাম রুমী, সুকান্ত দাশ প্রমুখ।
লালখান বাজার ওয়ার্ড যুবলীগ : যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালখান বাজার ওয়ার্ড যুবলীগের উদ্যোগে ইস্পাহানী মোড়ে এক আলোচনা সভা লালখান বাজার ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন হিরণের সভাপতিত্বে ও মহানগর যুবলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিক আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল। বিশেষ বক্তা ছিলেন সনত বড়ুয়া, আজিজ উদ্দিন চৌধুরী, সাধন সিংহ, হাবিবুল আলম পিয়ারু। বক্তব্য রাখেন সাইদুল ইসলাম, জাকির হোসেন মাসুদ, সৃজান দাশ, মো. রফিক, সুজল পাল, সাজ্জাদুর রহমান, আলমগীর হোসেন, মাসুদ রানা, আহমেদ হাসান জুয়েল, রফিকুল ইসলাম রানা, জাকির হোসেন, মঈন উদ্দিন আহমেদ মহিন, পূজন লোধ, শরিফ হোসেন, বাবর আলী, রুহুল আমিন, মোস্তফা কামাল, মো. মানিক, মোহন পাটোয়ারী, গাজী সালাউদ্দিন লাভলু, নাহিদ হোসেন রাসেল, তাসনিফ আহমেদ সাগর, আরিফুর রহমান সজীব, জয়নাল উদ্দিন জয় প্রমুখ।
মোহরা ৫নং ওয়ার্ড যুবলীগ : যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে গতকাল ওয়ার্ড কার্যালয়ে এক আলোচনা সভা ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। মোহাম্মদ হানিফের সভাপতিত্বে এবং মো. নুরুল আব্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন। আলোচনায় অংশ নেন মোহাম্মদ মোরশেদ, মো. সরওয়ার সেলিম, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ সানি, মোহাম্মদ টিটু, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ মনির, মোহাম্মদ রহমান, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ ফারুক।
৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড যুবলীগ : যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শিবলী সাদেক সোহেলের সভাপতিত্বে যুবলীগ নেতা ইসলাম হোসেন রনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা এম. ইলিয়াছ সরকার। বক্তব্য রাখেন আরিফ আহমেদ সুজন, কামাল হোসেন, শিবলু আহমেদ জামাল, এমদাদুল হক বাকের, রবিউল হোসেন সোহাগ, হোসেন হাজারী, বাবলু, আব্দুল কাদের, নয়ন, নুর নবী খন্দকার আকাশ, সোহেল রানা, শাহাদাত, নবী, আওলাদ, ডিস মান্নান, ডিএম সুমন, জামাল, মিঠা বাদশা, সুজন আলী, মামুন, পলাশ, আজম, সৌরভ হোসেন, সরকারী আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সুজন গাজী, ইউসুফ, আলাল, মতিন, লাল সুমন, মহিউদ্দিন, রাসেল রাজু, আজাদ, রহিম, আলমগীর, ইব্রাহিম, রায়হান, আশিক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধছুটি কাটিয়ে আজ রাতে ফিরছেন মুশফিক-মাহমুদউল্লাহ
পরবর্তী নিবন্ধনগরীতে চার কেজি গাঁজাসহ আটক এক