শোভন নাট্য সন্ধ্যার সমাপনী কথক থিয়েটার এর ‘অস্পৃশ্য’

| বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৯:২০ পূর্বাহ্ণ

নাট্য আন্দোলনের স্বাপ্নিক পুরুষ কথক থিয়েটার এর প্রতিষ্ঠাতা, নাট্যকার, নির্দেশক ও অভিনেতা শোভনময় ভট্টাচার্য’র সপ্তদশ প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত ‘শোভন নাট্য সন্ধ্যা ২০২২’ এর সমাপনি দিনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয় কথক থিয়েটার প্রযোজিত ‘অস্পৃশ্য’ নাটকের ১৭তম প্রদর্শনী। সৈয়দ ওয়ালিউল্লাহর গল্প একটি তুলসি গাছের কাহিনী অবলম্বনে শিবলু চৌধুরীর নাট্যরূপকৃত ও শোভনময় ভট্টাচার্য নির্দেশিত অস্পৃশ্য নাটকে অভিনয় করেছেন জয় প্রকাশ চৌধুরী, উত্তম বিশ্বাস, মুহাম্মদ শাহ্‌ আলম, সৈকত নাথ, আশেক মাহবুব শুভ, ওবায়দুল হক সাগর, তুহিনা মুনা, সুব্রত পাল ও শ্রেয়া বিশ্বাস। তখন ১৯৪৬ সাল। উপমহাদেশ জুড়ে বিরাজ করছিলো সাম্প্রদায়িকতার সর্বগ্রাসী আগুন। দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে দেশ ভাগের প্রস্তুতিপর্বে শুরু হয়ে গেল হিন্দু-মুসলমানের অসহায় ছন্নছাড়া জীবন। সেই ক্রান্তিলগ্নে ঢাকার এক পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয় কলকাতার অডিট অফিসের কয়েকজন কর্মচারী। একেকজন একেক মন মানসিককতার হলেও দীর্ঘদিন একই অফিসে কাজ করার সুবাধে সবার মধ্যে হৃদ্যতা সৃষ্টি হয়েছে। কিন্তু সাম্প্রদায়িকতার যে আগুন দাউ দাউ করে জ্বলছিল তার লেলিহান শিখা সেই বাড়ীতে প্রবেশ করতে বেশি সময় লাগেনি। ধর্মীয় উগ্রবাদী অন্ধবিশ্বাসে ভরপুর মোদাব্বের আলী যখন বাড়ির উঠোনে তুলসী গাছটি আবিষ্কার করে বুঝতে পারলো তারা এক হিন্দুর বাড়িতে আশ্রয় নিয়েছে তখন থেকে ছড়াতে শুরু করে সাম্প্রদায়িকতার বিষবাষ্প। শুরু হয়ে যায় ধর্মীয় ভাবাবেগে আক্রান্ত শুভেন্দুর সাথে মোদাব্বের-এর নগ্ন আচরণ। তারা ভুলে যায় যে রক্তারক্তির ভয়ে নিজের আবাসস্থল ছেড়ে তারা পালিয়েছে সেই একই কাজ তারা করতে চলেছে। প্রেস বিজ্ঞপ্তি। এরই মধ্যে সাম্প্রদায়িকতার নির্মম শিকার হয়ে মা-বাবা, ভাই হারিয়ে আসে শেফালি নামের এক অসহায় মেয়ে। সেই পরিত্যাক্ত বাড়িতে সেও হয়ে যায় আর একজন আশ্রিতা। কিন্তু সরকারের হুকুমে এতদিনের সুখের আবাস ছেড়ে সবাই যখন নিরাপদ আশ্রয়মূখী তখন অসহায় শেফালিও হতে চায় তাদের সঙ্গী, আর ঠিক তখনই প্রত্যেকের চিন্তা-চেতনা ও চারিত্রিক রূপ স্পষ্ট হয়ে উঠে। যতই তারা নিজেকে শিক্ষিত, বিবেকবান, সচেতন আর উদারনৈতিক বলে দাবি করুক না কেন, মূলতঃ সবারই মনে রয়েছে সমাজের ভয় আর মনের সীমাবদ্ধতা। কেউই দায়িত্ব নিতে চায় না অসহায় শেফালির। তুলসী গাছের মতো সেউ তখন হয়ে উঠে সবার কাছে অস্পৃশ্য। কথক থিয়েটার এর উদ্যোগে আয়োজিত শোভন নাট্য সন্ধ্যার প্রথম দিনে এবছর থেকে প্রবর্তিত ‘শোভনময় ভট্টাচার্য স্মারক সম্মাননা’ প্রদান করা হয় থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম ও নরেন আবৃত্তি একাডেমিকে।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে জনগণ অর্থনৈতিক মুক্তি পেতে চলেছে
পরবর্তী নিবন্ধএবার ‘গুণিন’ আসছে ওটিটিতে