শোভনীয়া একাডেমির ফুটবল কমিটি গঠিত

| সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ at ১০:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণকারী মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক আকতার হোসেন জেকি সভাপতিত্বে এবং পরিচালক নূর জাহেদ বাবলু সঞ্চালনায় ক্লাব কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন আলোউদ্দীন ভূইয়া, নূর জাহেদ বাবলু, মো: মোশাররফ হোসেন, আবদুল হামিদ জনি, সাইমন আহমেদ শাহেদ, নূরউদ্দিন, মোঃ ইমন। এতে সকলের সম্মতিক্রমের একটি ফুটবল কমিটি গঠন করা হয়। সাংবাদিক ও মানবাধিকারকর্মী বিপ্লব দে পার্থকে চেয়ারম্যান, মের্সাস নিউ রয়েল ট্রান্সর্পোট এজেন্সির স্বত্বাধিকারী আজম খাঁন কে সম্পাদক, মের্সাস গোল্ডেন ড্রীম ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী ইউনুস মিয়া জুয়েলকে ম্যানেজার করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এতে কোচেয়ারম্যান মো. ইকবাল হোসেন, আবদুল আজিজ, ওয়াহেদ সুমন, ইয়াসির আরাফাত, আশরাফুল ইসলাম রাজীব, আনোয়ারুল আবেদিন মুন্না, আব্দুল মোনাফ টুটুল, নাইম উদ্দিন। সদস্য হিসেবে রয়েছেন নুর জাহেদ বাবলু, নাহিদ আলী, আলাউদ্দীন ভূইয়া, সাইমন আহমেদ শাহেদ, শহিদুল ইসলাম, হুদয় হোসেন, কোচ মো. মহসিন সাজু, সরকারি কোচ আরমান খান।

পূর্ববর্তী নিবন্ধটানা দ্বিতীয় জয় পেল আবাহনী
পরবর্তী নিবন্ধচন্দনাইশ চরবরমায় আবুল কালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন