শোভনীয়া আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিতে রাঙ্গুনীয়া একাডেমি

| শুক্রবার , ২২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত আ..ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শেষ দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেয়েছে রাঙ্গুনীয়া ফুটবল একাডেমি। গতকাল বৃহস্পতিবার কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত ৪র্থ কোয়ার্টার ফাইনালে রাঙ্গুনীয়া ফুটবল একাডেমি ২১ গোলে হাটহাজারী স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। খেলার ১৬ মিনিটে রাঙ্গুনিয়া ফুটবল একাডেমির মো. নয়ন এবং ২৯ মিনিটে মো. আরমান ১টি করে গোল করে। দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটে হাটহাজারী স্পোর্টস ক্লাবের মো. ইয়াকুব ১টি গোল পরিশোধ করে দেয়। গতকালের খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রাঙ্গুনীয়া ফুটবল একাডেমির মো. আরমান। তার হাতে ক্রেস্ট তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য আলাউদ্দিন ভুইয়া, ফারুক রানা, আব্দুল হামিদ নয়ন এবং সাইফুর রহমান রানা।