বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পটিয়ার শোভনদন্ডী ডিগ্রি কলেজ ও শোভনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা গত ১৭ মার্চ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. হামিদ হোসাইন।
অধ্যাপক মোশাররফ হোসাইন ফারুকীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাজনীতিক ফজলুল হক চৌধুরী মহব্বত। প্রধান বক্তা ছিলেন ডিগ্রি কলেজের আজীবন দাতা এরশাদুল আলম। বিশেষ অতিথি ছিলেন আবুল কাশেম, যুবলীগ নেতা নাজিম উদ্দীন ও নাছির উদ্দিন। বক্তব্য রাখেন অধ্যাপক বিধান চক্রবর্তী, এজেডএম আহসান উল্লাহ, অধ্যাপক রফিক উদ্দীন, অধ্যাপিকা সিফাত শারমিন চৌধুরী, সহ. প্রধান শিক্ষক মো. ওসমান গনি, শিক্ষক প্রদীপ চক্রবর্ত্তী, সমীর দেব ও হাসান তারেক। দোয়া মাহফিল পরিচালনা শিক্ষক মাওলানা মোহাম্মদ আবছার উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।











