শোক সংবাদ

নুর বেগম

| বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ তরিকত যুব পরিষদ বন্দর থানা শাখার কর্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিনের মাতা নুর বেগম ইন্তেকাল করেছেন ১৮ ডিসেম্বর (বুধবার) দিবাগত রাতে। (“ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন”)।

এতে বিটিপি’র কেন্দ্রীয় সভাপতি শাহছুফি পীর বাসার খান্দানী (মা.), সাধারণ সম্পাদক শাহছুফি মো. শামসুল আলম চিশতি (মা.) এবং ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরিফের প্রেসিডিয়াম মেম্বার আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.) সংগঠনের পক্ষ হতে উক্ত পরিবারের প্রতি আন্তরিক শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

পরদিন ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার পতেঙ্গা থানার অর্ন্তগত চট্টগ্রাম শাহ আমনত বিমান বন্দর এলাকা সংলগ্ন মাইজপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে দুপুর ১২টায় মহুমার নামাজে জানাযায় অনুষ্ঠিত হলে তাতে শরিক হন প্রেসিডিয়াম মেম্বার আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)।

পরে তিনি পরিবারের সদস্যদের দেখতে ঘরে যান এবং মরহুমার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন।

এসময় বাংলাদেশ তরিকত যুব পরিষদের জাতীয় আহ্বায়ক জনাব শাহ মিডু এবং চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ তছলিম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট ইব্রাহীম বিপু এবং প্রচার সম্পাদক সাংবাদিক মাওলানা রশিদুল হাসান সাহেদ সহ অন্যান্যরা তার সাথে ছিলেন। এসময় বাংলাদেশ তরিকত যুব পরিষদের জাতীয় আহ্বায়ক জনাব শাহ মিডু এবং চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ তছলিম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট ইব্রাহীম বিপু এবং প্রচার সম্পাদক সাংবাদিক মাওলানা রশিদুল হাসান সাহেদ সহ অন্যান্যরা তার সাথে ছিলেন।

এতে বিটিপি’র কেন্দ্রীয় সভাপতি কুমিল্লার খান্দানী দরবার শরিফের গদীনশিন শাহছুফি পীর বাসার খান্দানী (মা.), সাধারণ সম্পাদক ঢাকা ডেমরাস্থ চিশতিয়া খানকাহ শরিফের পরিচালক শাহছুফি মো. শামসুল আলম চিশতি (মা.) এবং প্রেসিডিয়াম মেম্বার ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরিফের সাজ্জাদানশিন পীর আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.) সংগঠনের পক্ষ হতে উক্ত পরিবারের প্রতি আন্তরিক শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ানহাটে মোটর গ্যারেজের দোকানে আগুন
পরবর্তী নিবন্ধবেড়েছে সরবরাহ, খাতুনগঞ্জে কমছে চিনির দাম