শোক প্রকাশ

| মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

রওজায়ে রাসুলুল্লাহ (স.) এর অন্যতম খাদেম আঘা হাবিব মোহাম্মদ আল আফারি গত ১৩ জুলাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। তাঁর মৃত্যুতে আনজুমানে আশেকানে মদিনার প্রতিষ্ঠাতা পরিচালক পীরে তরিকত শাহ মোহাম্মদ আবদুল হালিম আল মাদানী শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, রওজায়ে পাক (দ.) এর খেদমতে আঘা হাবিব মোহাম্মদ আল আফারি ও শাহ মোহাম্মদ আব্দুল হালিম দীর্ঘদিন একসাথে কাজ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফারজানা বেগম ববি
পরবর্তী নিবন্ধরাউজান গহিরা বঙ্গবন্ধু প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রে সনদ বিতরণ