চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। এবারের লিগে আগেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে নিয়েছিল ইয়ং স্টার ক্লাব। নিজেদের শেষ খেলার আগে রানার্স আপও হয়ে গিয়েছিল কোয়ালিটি ব্লুজ। এই দুই দল আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে খেলবে। গতকাল লিগের শেষ ম্যাচটি ছিল অনেকটা আনুষ্ঠানিকতার। এতে মুখোমুখি হয়েছিল সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং কোয়ালিটি স্পোর্টস ব্লুজ। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০ ওভারের এই ম্যাচে কোয়ালিটি ব্লুজ ৪৩ রানে সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কোয়ালিটি স্পোর্টস ব্লুজ ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে জিসানুল ৩৭, নাজমুল ৩৯, জিসাদ ১০ এবং সবুজ করেন ১৭ রান। দলের বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। অতিরিক্ত থেকে আসে ১৩ রান। সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষে ১৭ রানে ৩টি উইকেট নিয়েছেন সালমান। ২টি উইকেট নিয়েছেন রিয়াজউদ্দিন। ১টি করে উইকেট নেন মো. মোয়াজ,মো. শাকিল,মো. সানি এবং মো. সাজিদ। জবাবে ব্যাট করতে নামা সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দুই অংকের ঘরে যেতে পারেনি কোন ব্যাটসম্যান। ৯ রান করে এসেছে রাহাত, সানি, ফরহাদ এবং শাকিলের ব্যাট থেকে। অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ১৭ রান। কোয়ালিটি স্পোর্টস ব্লুজের পক্ষে ১০ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন জুনায়েদ। একই রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন জাহাঙ্গীর। ১টি করে উইকেট পান সাদমান আলম,মো. সবুজ এবং তানিমুল ইসলাম।
গতকাল লিগের খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব আলি আব্বাস, সিজেকেএস অতিরিক্ত সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, নির্বাহি সদস্য ও ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর, নির্বাহি সদস্য প্রদীপ ভট্টচার্য, নির্বাহি সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক হাসান মুরাদ বিপ্লব, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসেন, কাউন্সিলর শাহ পরান নিশান, রায়হানুল হক, আলি হাসান রাজু প্রমুখ।