শেষ ম্যাচে হেরেও প্লে-অফে চট্টগ্রাম

এনসিএল টি-টোয়েন্টি

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৬ পূর্বাহ্ণ

গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে এনসিএল টিটোয়েন্টির লিগ পর্বের খেলা। প্লেঅফে কোন চার দল যাচ্ছে নিশ্চিত হয়ে গেছে তাও। ৭ ম্যাচের সবগুলোতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ঢাকা মেট্রো। প্লে অফের বাকি তিন দলের মধ্যে রংপুর সাত ম্যাচে পাঁচ, খুলনা চার ও চট্টগ্রাম জিতেছে তিন ম্যাচ। চট্টগ্রামের সমান তিন ম্যাচ জিতলেও রান রেটে পিছিয়ে থাকায় সেরা চারে যেতে পারেনি ঢাকা বিভাগ । দুটি করে জয় পাওয়া রাজশাহী, সিলেট ও বরিশাল যথাক্রমে আছে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে। তাদের বিদায় নিতে হয়েছে লিগ পর্ব থেকে। এদিকে প্রথম কোয়ালিফায়ারে আগামীকাল ২১ ডিসেম্বর শনিবার মুখোমুখি হবে ঢাকা মেট্রো এবং রংপুর বিভাগ। একই দিন এলিমিনেটর রাউন্ডে লড়বে খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এদিকে লিগ পর্বের শেষ ম্যাচেও হেরে গেছে চট্টগ্রাম বিভাগ। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রোর কাছে ১৭ রানে হেরেছে চট্টগ্রাম বিভাগ। ফলে তিন ম্যাচে জয় নিয়ে রান রেটে এগিয়ে থাকার সুবাধে শেষ চারে গেল চট্টগ্রাম। টসে হেরে ব্যাট করতে নামা ঢাকা মেট্রো ২০ রানে হারায় প্রথম উইকেট। ৩৭ রানে যেতে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা মেট্রো। দুই ওপেনার ইমরানুজ্জামান এবং মোহাম্মদ নাঈম ফিরেন যথাক্রমে ৬ বলে ১৩ এবং ১২ বলে ২২ রান করে। তৃতীয় উইকেটে শামসুর রহমান এবং মার্শাল আইয়ুব মিলে ৯৬ রানের দারুন এক জুটি গড়ে তোলেন। দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। ৪২ বলে ৫১ রান করা মার্শাল আইয়ুবকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন ফরহাদ হোসাইন। এরপর অব্যশ পরের ব্যাটাররা একের পর এক ফিরতে থাকে সাজঘরে। একপ্রান্ত আগলে রেখে লড়াই করে গেছেন শামসুর রহমান। দলকে ১৫৭ রানে পৌঁছে দিয়ে ফিরেন শামসুর রহমান। ফেরার আগে ৪৮ বলে করেন ৫৬ রান। আর তার দল থামে ১৫৮ রানে। চট্টগ্রামের পক্ষে ৩৯ রানে ৩টি উইকেট নিয়েছেন আহমেদ শরীফ। ২টি করে উইকেট নিয়েছেণ ফরহাদ হোসেন এবং নাঈম হাসান।

১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আবারো ওপেনিংয়ে ব্যর্থ হলেন মোমিনুল হক। রানের খাতা খোলার আগেই ফিরলেণ মোমনিুল। দ্বিতীয় উইকেটে জয় এবং সাদিকুর মিলে যোগ করেন ৫৬ রান। ১৭ রান করা জয়কে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন আমিনুল। ১১ রান পর ফিরেন সাদিকুর। নিজের হাফ সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে আউট হন সাদিকুর। ২৭ বলের ইনিংসে সাদিকুর ৪টি চার এবং ২টি ছক্কা মারেন। এরপর অধিনায়ক ইয়াসির আলি রাব্বি একাই লড়াই করে গেছেন। পরের ছয় ব্যাটারের কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। একপ্রান্ত আগলে রাখা রাব্বি ফিরেন ৩১ বলে ৪৬ রান করে। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেণ রাব্বি। কিন্তু দুই ম্যাচেই দলকে জেতাতে পারলেননা। চট্টগ্রামের ইনিংস থামে ১৪১ রানে। ঢাকা মেট্রোর পক্ষে রাকিবুল হাসান, আরাফাত সানি এবং আমিনুল ইসলাম। এই জয়ের ফলে সবকটি ম্যাচে জিতে কোয়ালিফায়ারে গেছে ঢাকা মেট্রো।

পূর্ববর্তী নিবন্ধফ্রাঞ্চাইজি ক্রিকেটে ইতিহাস গড়ল বাংলা টাইগার্স
পরবর্তী নিবন্ধচাঁদপুর জেলা চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন