শেষ দিনে চট্টগ্রাম থেকে মনোনয়ন ফরম নিয়েছেন ১৩ জন

সংরক্ষিত নারী আসন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:২৬ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির গতকাল শেষদিনে চট্টগ্রামের আরো ১৩ নারীনেত্রী মনোনয়ন ফরম নিয়ে জমা দিয়েছেন। গত তিন দিনে সংরক্ষিত নারী আসনের জন্য চট্টগ্রামের ৭৪ নারীনেত্রী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।

গতকাল তৃতীয় দিনে তৃতীয় লিঙ্গের মনা প্রকাশ ফাল্গুনীসহ মোট ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তাঁরা হলেনচেমন আরা বেগম, চসিকের কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নি, সাংবাদিক শাহীন আরা বেগম (ডেইজী মউদুদ), মনা প্রকাশ ফাল্গুনী হিজড়া, জেরিন তাসলিম চৌধুরী, নাসরিন আক্তার, সৈয়দা তাহমিনা সুলতানা, দিপ্তী দাশ, বিনা চৌধুরী, বিবি মরিয়ম, রেহেনা আক্তার, রোকসানা আল ও তাহেরা মেহের।

গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই তিনদিনে আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে এসব মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া হয়।

এবার দ্বাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে চট্টগ্রামসহ সারাদেশের মোট ১ হাজার ৫৪৯ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। এতে দলটির আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এবার আওয়ামী লীগ, স্বতন্ত্র ও ১৪ দলীয় জোট পাবে ৪৮টি আসন। জাতীয় পার্টি পাবে দুটি আসন।

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে আগামী ১৪ মার্চ। সেই লক্ষ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা কার্যক্রম শেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মঙ্গলবার প্রথমদিন ৩৭জন, বুধবার দ্বিতীয় দিন ২৪জন এবং গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিন ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যান্যবারের চেয়ে এবার সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম থেকে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অনেক বেশি।.

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধখান বাহাদুর আহছানউল্লা : শিক্ষাবিদ ও সমাজহিতৈষী