শেষ চারের মিশনে আজ ভারতের সামনে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

| শনিবার , ২২ জুন, ২০২৪ at ৫:২১ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে বাংলাদেশ। তবে এই ম্যাচে টপ অর্ডার ব্যাটাররা ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। প্রথম ম্যাচে হেরে গেলেও টিটোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ এখনও আছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা। আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে রানের জন্য লড়াই করতে হয়েছে অধিনায়ক শান্তসহ বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের। যা ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে। এই আত্মবিশ্বাসকে পুঁজি করে আজ ভারতকে হারাতে চায় টাইগাররা। যদিও প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়ার চাইতে আরো বেশি কঠিন ভারত। ফেবারিটের তালিকায় সবার উপরে রোহিত শর্মার দল। টানা চার ম্যাচে জিতে সুপার এইটে পা রাখা ভারত আফগানিস্তানকে হারিয়ে দারুণ শুরু করেছে সেমিফাইনালে যাওয়ার পথেও। আর বাংলাদেশের শুরুটা হার দিয়ে। শক্তিতে যেমন এগিয়ে ভারত তেমনি পরিসংখ্যানেও যোজন যোজন এগিয়ে রোহিতের দল। এই ফরম্যাটে একে অপরের বিপক্ষে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং ভারত। এরমধ্যে মাত্র একটি জিতেছে টাইগাররা। টিটোয়েন্টি বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দু’দলের। সব ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া। পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না থাকলেও, ভারতকে বিপক্ষে বেশির ভাগ ম্যাচেই আগ্রাসী ও লড়াকু ক্রিকেট খেলেছে টাইগাররা। দু’দল যখনই মুখোমুখি হয়েছে, তারা উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর পারফরমেন্স দেখিয়েছে। কিন্তু টিটোয়েন্টি ফরম্যাটে লড়াইয়ের দিক দিয়ে ভালো অবস্থায় ছিলো ভারত। কিন্তু বাংলাদেশভারত ম্যাচ সব সময়ই বাড়তি উন্মাদনা তৈরি করে।

পূর্ববর্তী নিবন্ধহলের গ্রিল খুলে বিক্রির পথে আটক চবি ছাত্রলীগ কর্মী, মুচলেকায় ছাড়
পরবর্তী নিবন্ধ৯ ইউপি চেয়ারম্যানের বর্জনে কার লাভ কার ক্ষতি?