কতদূর যাবো, কোথায় পথের শেষ
এখনো মেলেনি কোথায় শুরুর দেশ।
যতই পারো আউল বাউল বলো
পাগল কিম্বা গৃহ সন্ন্যাস বলো
ছুটছি আমি রুদ্ধশ্বাসে ধেয়ে
উঠছি কেবল হাওয়ার সিঁড়ি বেয়ে
সুন্দরীপুর আমার বাড়ির পরে
সুন্দর সে থাকে আমার ঘরে
রাত্রি শেষের মাহেন্দ্রক্ষণ ডাকে
রতিক্রিয়া দেখবো আলোর ফাঁকে।
কাল রাত্রিই আরশ কাঁপার ক্ষণ
আমার এ ঘর হবে দূরের বন।