শেয়ার ট্রান্সফার কেলেংকারির প্রমাণ মিলল তদন্তে

চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ৯:৩৪ পূর্বাহ্ণ

দি চিটাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের শেয়ার ট্রান্সফার কেলেংকারির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। সোসাইটির সদস্য মোহাম্মদ সাজ্জাদ কর্তৃক জালজালিয়াতি ও প্রতারণার মাধ্যমে শেয়ার আত্মসাতের ঘটনা ঘটেছে উল্লেখ করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এই জালিয়াতির ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যও বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, দি চিটাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সদস্য চেমন আরা বেগম, সদস্য নং১৩১৯ এর ৫টি শেয়ার (শেয়ার নং৩৯৪৫ হতে ৩৯৪৯) মোহাম্মদ সাজ্জাদ, সদস্য নং৩০৩৯ এর নিকট যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে।

পরবর্তীতে চেমন আরা বেগমের স্বামী মৃত মোহাম্মদ রাশেদ, সদস্য নং১৫০২ এর ৫টি শেয়ার (শেয়ার নং৯০৪ হতে ৯০৮) প্রথমে মৃত মোহাম্মদ রাশেদের ভুয়া মৃত্যু সনদপত্রসহ সোসাইটিতে শেয়ার স্থলাভিষিক্তকরণের আবেদন দাখিল করতঃ চেমন আরা বেগমের নামে স্থলাভিষিক্তকরণ করা হয়। পরে একই কৌশলে শেয়ার হস্তান্তরের আবেদন দাখিল করে মোহাম্মদ সাজ্জাদ, সদস্য নং৩০৩৯ এর অনকূলে ৫টি শেয়ার (শেয়ার নং৯০৪ হতে ৯০৮) জাল জালিয়াতির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে মর্মে তদন্তে উদঘাটিত হয়। সোসাইটির শেয়ার ট্রান্সফারে সংঘটিত জালজালিয়াতির বিষয়ে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধন, ২০০২ ও ২০২৩) ও সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ (সংশোধন, ২০২০) এবং সোসাইটির উপআইন মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেলা সমবায় অফিসারকে জানানোর জন্য সোসাইটির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপুলিশকে যে তথ্য দিল গ্রেপ্তার হওয়া রাসেল
পরবর্তী নিবন্ধকাজে বের হয়ে ঘরে ফিরলেন লাশ হয়ে