গণতন্ত্র বিজয় দিবস গতকাল বুধবার নানা আয়োজনে পালন করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, পদ্মা সেতু বাস্তবায়ন শেখ হাসিনার গণতন্ত্রের বড় অর্জন। ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করেছেন শেখ হাসিনা।
মহানগর আওয়ামী লীগ : গণতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষে গতকাল বুধবার মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ মার্কেট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন-মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। তিনি বলেন, নৌকা গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এই নৌকা বাঙালিকে স্বাধীন জাতিসত্তা উপহার দিয়েছে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, গণতন্ত্র মানে হত্যা নয়, জ্বালাও পোড়াও নয়, শিশু ও নারী হত্যা নয়। পেট্রোল বোমা মেরে আগুনে পুড়িয়ে মানুষকে ছাই ভস্ম করা নয়। আওয়ামী লীগ সরকারের অনেক উন্নয়নের মাঝেও বড় অর্জন পদ্মা সেতু নির্মাণ। শেখ হাসিনা ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করেছেন। শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, শফর আলী, অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, জালাল উদ্দিন ইকবাল, শহিদুল আলম, মোরশেদ আকতার চৌধুরী, হাজী ছিদ্দিক আলম, মো. মঈনউদ্দিন, মো. গিয়াস উদ্দিন, আমিনুল হক রনজু।
উত্তর জেলা আওয়ামী লীগ : উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বিএনপি জামাতসহ স্বাধীনতা বিরোধী চক্র অগণতান্ত্রিক শক্তির সহায়তায় বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তিনি গতকাল বুধবার গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান বক্তা সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা বিনির্মাণের চলমান অগ্রযাত্রায় আওয়ামী লীগ কোন অপশক্তির কাছে মাথা নত করবে না।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, মো. আবুল কালাম আজাদ, মহিউদ্দীন আহমেদ রাশেদ, দেবাশীষ পালিত, মহিউদ্দীন বাবলু, নজরুল ইসলাম তালুকদার, বেদারুল আলম চৌধুরী বেদার, জাফর আহমেদ, আলাউদ্দীন সাবেরী, মহিউদ্দীন মঞ্জু, নাজিম উদ্দীন তালুকদার, এস এম গোলাম রব্বানী, বখতেয়ার সাঈদ ইরান, শেখ ফরিদ চৌধুরী, তানভীর হোসেন তপু, রেজাউল করিম প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। বক্তব্য দেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন -মো. ইদ্রিস, আবুল কালাম চৌধুরী, এম এ সাঈদ, শাহাজাদা মহিউদ্দিন, অ্যাড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, বোরহান উদ্দিন এমরান, খোরশেদ আলম, আবু জাফর, গোলাম ফারুক ডলার, অ্যাড. মুজিবুল হক, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, আবুল কাদের সুজন, অ্যাড. কামরুন নাহার, আবদুল মতিন চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চেয়ারম্যান নাছির আহমদ, মোস্তাক আহমদ আঙ্গুর, এ কে আজাদ, মাহবুবুর রহমান শিবলী, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, ওমর ফারুক চেয়ারম্যান, অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, শামীমা হারুন লুবনা, খালেদা আক্তার চৌধুরী, কাজী শারমিন সুমী, রেহেনা ফেরদৌস, জীবন আরা বেগম, মোহাম্মদ জোবায়ের, চৌধুরী মো. গালিব, আতিকুর রহমান চৌধুরী, দিদারুল আলম দিদার, এম এ রহিম, সুরেশ দাশ, এস এম বোরহান উদ্দিন, মো. আবু তাহের, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
দক্ষিণ জেলা যুবলীগ : গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরীর সভাপতিত্বে চেরাগী পাহাড় চত্বরে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শহীদুল ইসলাম, অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, সাইফুল হাসান টিটু, রাজু দাশ হিরো, শহীদুল আলম, তৌহিদুল আলম, এম এ রহিম, মুরিদুল আলম মুরাদ প্রমুখ। সভা শেষে আনন্দ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রমুখ।