শেখ হাসিনা বিশ্বে উন্নয়নের রোল মডেল : মোছলেম উদ্দিন

| মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৫:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-৮ আসনে চট্টগ্রাম জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প বরাদ্দের চেক হস্তান্তর অনুষ্ঠান গতকাল সোমবার লালখান বাজারস্থ মোছলেম উদ্দিন আহমদ এমপি’র বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রকল্প কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের হাতে প্রকল্পের চেক তুলে দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চান্দগাঁও ওয়ার্ড আহবায়ক নুর মোহাম্মদ নুরু, পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শফিকুল ইসলাম, মহিলা কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, আবদুল মোনাফ চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, প্রকল্প কমিটির পক্ষে মোহাম্মদ আছহাব উদ্দীন, মোহাম্মদ কামরুল হুদা, সুবল চন্দ্র দাশ, সনজিত কুমারনাথ,নুর মোহাম্মদ. হাজী নুর মোহাম্মদ, গোপাল দাশ, দুলাল দাশ, প্রকৌশলী সুনিল কান্তি বড়ুয়া, বিকাশ বড়ুয়া, যীশু চৌধুরী, বিধান কমার শীল, প্রমুখ।
এসময় মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর জেলা পরিষদে গতি ফিরেছে। প্রতি বছর কোটি কোটি টাকার উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করা হয় জেলা পরিষদের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা পরিষদের মাধ্যমে আমার সংসদীয় আসনে বিভিন্ন মসজিদ মন্দিরে উন্নয়ন বরাদ্দ প্রদান করছি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশীল উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বিশ্বের বিস্ময় পদ্মা সেতু করে দেখিয়েছেন। কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে। খুব শ্রীঘ্রই কালুরঘাট রেল ও সড়ক পথ সহ দ্বিতল বিশিষ্ট সেতুর নির্মাণ কাজ অনুমোদনের পথে। তাছাড়া রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা উন্নয়নের পাশাপাশি মসজিদ, মন্দির, কবরস্থান উন্নয়নে বিভিন্ন সংস্থার মাধ্যমে উন্নয়ন কার্য চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগে বৈজ্ঞানিক সেমিনার
পরবর্তী নিবন্ধছাত্র সমাজের নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই