শেখ হাসিনা ফিরেছিলেন বলেই স্মার্ট বাংলাদেশ সম্ভব হয়েছে

আলোচনা সভায় চেম্বার সভাপতি

| মঙ্গলবার , ২১ মে, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

জাতীয় শ্রমিকলীগ ডক বন্দর অঞ্চলের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মহান মে দিবস উপলক্ষে ৩নং জেটির পাশের মাঠে আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান খান।

প্রধান বক্তা হিসাবে ছিলেন জাতীয় শ্রমিকলীগ ডক বন্দর অঞ্চলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। বিশেষ বক্তা হিসাবে ছিলেন মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন রহমান। সভায় সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী (বাবু)। আরো বক্তব্য রাখেন বার্থ শ্রমিক সভাপতি আনোয়ার মুন্সি, মতিন, মির, ল্যাসিং আনল্যাসিং নেতা মো: সোহাগ, সুদাম দে, ডক শ্রমিক নেতা মোঃ মালেক, মোহাম্মদ ইউসুফ, স্টাফ নেতা মোহাম্মদ দিদার, জাহেদ, উইন্সম্যান শাখার সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সভাপতি মোহাম্মদ সিরাজ, বন্দর কর্মচারী পরিষদের সাবেক নেতা শহিদুল ইসলাম বকুল প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই আজ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে প্রশাসনের সাথে বৌদ্ধ সমিতির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধডিসি পার্ক থেকে পতেঙ্গা সি-বিচ পর্যটন জোন হিসেবে গড়ে তোলা হবে