আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেছেন বলেই বাংলাদেশ আজ বিশ্ব ইতিহাসে স্থান করে নিয়েছে। জনগণের আশীর্বাদ হয়ে জননেত্রী শেখ হাসিনা স্বদেশে ফিরে এসেছিলেন। এসে সেই বৈরী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : গতকাল বিকেল ৪টায় সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপির সভাপতি ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ফলেই বাংলাদেশ চরম অনিশ্চয়তা থেকে মুক্ত হয়েছে। তাঁর প্রশ্নাতীত দেশপ্রেমের কাছে আজ যে কোন অপশক্তি পরাজিত হতে বাধ্য। সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ–সভাপতি শাহাজাদা মহিউদ্দিন, এড: মুজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন মনসুর, মোস্তাক আহমদ আঙ্গুর, হায়দার আলী রনি, আবদুল কাদের সুজন, মো: ফারুক, মো: জসিম উদ্দিন, আবু সৈয়দ, দিদারুল ইসলাম চৌধুরী, জহুরুল ইসলাম জহুর, দিদারুল আলম, মমতাজ উদ্দিন, মৃদুল কান্তি দাশ, মাহমুদুল হক বাবুল, ইঞ্জি: মোর্শেদ, আবদুল মালেক খান, মফিজুর রহমান বাহাদুর, ডা: আর কে রুবেল, ইঞ্জি: দীপংকর দাশ, ছাবের আহমদ, আবদুল হান্নান লিটন, রাশেদুল আরেফিন জিসান, ইরফান উদ্দিন, সাজ্জাদুল ইসলাম সাজিদ প্রমুখ।
উত্তর জেলা আওয়ামী লীগ : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেছেন বলেই বাংলাদেশ আজ বিশ্ব ইতিহাসে স্থান করে নিয়েছে। শেখ হাসিনার বিশ্বজনীন নেতৃত্বের কারণেই আজ নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার প্রথম টানেল এবং বিশ্বের ৫৭তম দেশ হিসেবে বাংলাদেশ আজ মহাকাশ জয় করেছে।
জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল বিকেলে সংগঠনের দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। আলোচনা সভায় প্রধান আলোচক চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেছেন শেখ হাসিনা ফিরেছিলেন বলেই এদেশ পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়নি।
যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন সহ–সভাপতি মো: আবুল কালাম আজাদ, মহিউদ্দিন রাশেদ,আফতাব উদ্দিন চৌধুরী, দিলোয়ারা ইউসুফ এমপি, নজরুল ইসলাম তালুকদার, এড.এম.এ নাসের চৌধুরী, আলাউদ্দিন সাবেরী, প্রদীপ চক্রবত্তী, নাজিম উদ্দিন তালুকদার, আসামো ইয়াছিন মাহমুদ, ফোরকান উদ্দিন আহমেদ, সরোয়ার হাসান জামিল, গোলাম রব্বানী, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, হারুন অর রশীদ, সেলিম উদ্দিন,অভি চৌধুরী প্রমুখ। এর পূর্বে মিলাদ পরিচালনা করেন সিটি কলেজ জামে মসজিদের পেশ ঈমাম মওলানা আবু সাঈদ নুরী।
বাঁশখালী আওয়ামী লীগ : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যবর্তন দিবসের আলোচনা সভা গতকাল শুক্রবার বাঁশখালী আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় অতিথি ছিলেন মহিউদ্দিন চৌধুরী খোকা, আ.ন.ম শাহাদত আলম, মুজিবুল হক চৌধুরী, এসএম তোফাইল বিন হোছাইন। সেলিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন টুটুন চক্রবর্তী, জাহাঙ্গীর আলম, প্রনব কুমার দাশ, রোজিয়া সুলতানা, মাওলানা আকতার হোছাইন, জাফর আহমদ চৌধুরী, জাফর আহমদ, মুনমুন দত্ত মুন্না, উত্তম কুমার কারণ, মো: ফারুক, শংকর ঘোষ, রুবেল, জামিল, সাইমুন, জুনাইদ, আমির প্রমুখ।
সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমিতি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির উদ্যোগে নতুন ফিশারীঘাট প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি আমিনুল হক (বাবুল সরকার)। সঞ্চালনা করেন পরিচালক সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি ও চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী লীগ সহ–সভাপতি কাউছারুজ্জমান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা তাতী লীগের সভাপতি মো. দিদারুল আলম দিদার। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী লীগের সহ সভাপতি বাবু টুটুল ভট্টাচার্য্য, হাফিজ ইসমাইল, সেলিম উল্লাহ, আনিসুর রহমান আনিস, রাসেল বড়ুয়া, প্রবীর দাশ, আনছার হোসাইন, আজিজ সওদাগর, মো. আবুল বশর, নগর সদস্য সৈয়দ নুর, আবদুল শুক্কুর, মো. ফারুক, জয়নাল আবেদীন, সাইফুদ্দিন রাসেল, সালাউদ্দিন মুছা, আবদুল মোনাফ, মো. মোস্তফা, আবদুল নুর টিপু ও মো. ইউসুফ প্রমুখ।
প্রগতিশীল নাগরিক সমাজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে গতকাল সকাল দশটায় উত্তর কাট্টলীস্থ আবাসিক কার্যালয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ শাহজাহান। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ আলাউদ্দিন আলো, বিষ্ণু দেবনাথ, রবিন হোসেন নীল, মোহাম্মদ হোসেন, অপর্ণা দাশ, রাহেনা বেগম, নাসিমা আক্তার, শায়লা আক্তার কেয়া ও মোহাম্মদ রুবেল।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উদ্যোগে গতকাল কলেজের মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ–সভাপতি খালেদ মাহামুদ চৌধুরী টুটুল, জেড মনির, হাসমত খান আতিফ, যুগ্ম সম্পাদক মনির উদ্দিন রিহান, মহিউদ্দিন বাপ্পি, গিয়াস উদ্দিন সাজিদ, ইমাম হোসেন, ইয়াছির আরাফাত, সিরাজুল ইসলাম তুরাব, নজরুল ইসলাম, আবু হেনা, ওপেল, আসিফ, মো. হোসাইন চৌধুরী, তারেক রহমান, ইমতিয়াজ বাবর, ইরফান রেজা, আরশাদ, জাবের প্রমুখ। এছাড়াও কলেজ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।