‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার এওয়ার্ড-২০২০’ অর্জন করেছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান। এই কৃতিত্ব অর্জনের পর সংগঠনের নেতৃবৃন্দ গত শনিবার রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মানবতার জন্য যারা কাজ করে তাদের স্থান থাকে জনসাধারণের অন্তরে। শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার এওয়ার্ড স্বেচ্ছাসেবীদের কাজে আরো অনুপ্রেরণা যোগাবে। তিনি বলেন, সেন্ট্রাল বয়েজ করোনার কঠিন সময়ে, সীতাকুণ্ডে কন্টেনার টার্মিনাল বিস্ফোরণে, সিলেট কুড়িগ্রামসহ বন্যার্তদের সহায়তায় অসামান্য অবদান রাখে। এর স্বীকৃতি স্বরূপ পাওয়া এই এওয়ার্ড তাদের আরো এগিয়ে নেবে। এই প্রাপ্তির জন্য তিনি প্রতিষ্ঠানের সকল স্বেচ্ছাসেবীকে অভিনন্দন জানান।
এসময় সংগঠনটির সভাপতি সাইদুল ইসলাম জানান, তাদের ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার এওয়ার্ড-২০২০’ এর এই স্বীকৃতি মেলে ফারাজ করিম চৌধুরীর নেতৃত্বে কাজ করে। এই কৃতিত্বের সনদ আরো কিছু সংগঠন পেলেও সারাদেশের মধ্যে সেন্ট্রাল বয়েজ রয়েছে তৃতীয় স্থানে।