শেখ হাসিনার বিরুদ্ধে নারায়ণগঞ্জে হত্যা মামলা

শামীম ওসমান, সেলিম ওসমানও আসামি

| রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৮:৫২ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার নারায়ণগঞ্জে হত্যা মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে ৫ আগস্ট শহরের চাষাঢ়ায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া আবুল হাসান স্বজনের বড়ভাই আবুল বাশার অনিক বাদী হয়ে মামলাটি করেন বলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুস সাত্তার জানান। খবর বিডিনিউজের।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, নারায়ণগঞ্জ৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, তার বড়ভাই নারায়ণগঞ্জ৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর ছোটভাই মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলসহ ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ১০০১৫০ জনকে। ওসি বলেন, এ মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। মামলার বরাতে পুলিশ জানায়, ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের কয়েক ঘণ্টা আগে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় আওয়ামী লীগের লোকজন গুলি করে।

সংঘর্ষে বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামের আবুল হাসান স্বজন গুলিবিদ্ধ হন। পরদিন ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ বছর পর ফিরে আসা মাইকেল চাকমার অভিজ্ঞতায় ‘আয়নাঘর’
পরবর্তী নিবন্ধসেনানিবাসে বিদেশি মিশনের কোনো ব্যক্তি নেই : আইএসপিআর