আমরা স্বাধীনতা পেয়েছি বঙ্গবন্ধুর ডাকে। এখন চলছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির সংগ্রাম। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গতকাল সোমবার টিআইসি মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ একথা বলেন। এতে সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন।
তিনি বলেন, অর্থনৈতিক মুক্তির লড়াই অন্ধকার মোচনের সূর্যালোক। এজন্য লড়তে হবে এক সাথে। ৭ মার্চ বাঙালী জাতি সত্তার জাগরণের ঐতিহাসিক দলিল। এই দিনটি জাতীয় দিবস পালনের সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও আমরা ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করতে পারিনি। এই ব্যর্থতাকে স্বীকার করে আগামীতে দিনটিকে সম্মান ও শ্রদ্ধায় অভিষিক্ত করতে দলীয় নেতাকর্মীদের সজাগ হতে হবে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল মাটির গন্ধময় সাধারণ মানুষের বোধগম্য সঠিক নির্দেশনা। এতে কোনো ধরনের পান্ডিত্য নেই, তবে কৌশল ও যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান সারা বিশ্বকে অবাক করে দেয়। ৭ মার্চ আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অবিনাশী শক্তি। আমরা হিম্মত রাখি যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে রাজপথে থেকে তাদেরকে মোকাবেলা করবো এবং দেশ থেকে তাদেরকে নির্মূল করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদক মন্ডলীর সদস্য শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, আবু তাহের, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. সুনীল কুমার সরকার, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা্ব শফর আলী, শেখ মোহাম্মদ ইছহাক, সম্পাদক মন্ডলীর সদস্য যোবায়েরা নার্গিস খান, হাজী শহীদুল আলম, নির্বাহী সদস্য আবুল মনসুর, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, বিজয় কিষান, খালেদ বাহার, রোটারিয়ান মো. ইলিয়াস, সাইফুদ্দিন, বেলাল আহমেদ, মোরশেদ আকতার চৌধুরী প্রমুখ।