শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্টের গতকাল রোববার ৮টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ৪-১ গোলে প্রবর্তক স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দলের ওয়াসিফ, মানসির আহমেদ, পরম বড়ুয়া, আরমান গোল করেন। ২য় খেলায় বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ৮-১ গোলে হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আরিফ, জোবায়েদ ২টি, রবিউল, রিয়াজ, শহীদুল, শামীম ১টি করে গোল করেন। ৩য় খেলায় বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ টাইব্রেকারে ৩-২ গোলে হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ৪র্থ খেলায় পতেঙ্গা উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। ৫ম খেলায় এ.এল.খান উচ্চ বিদ্যালয় ৬-০ গোলে কাজেম আলী স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন শরিফ, হায়দার, শ্রীকান্ত দে ২টি করে গোল করেন। ৬ষ্ঠ খেলায় জে.এম.সেন স্কুল এন্ড কলেজ ৭-০ গোলে হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে বিকাশ দাশ, ইরফাতুর রহমান, রিপন সজিব ২টি করে, সাফাতুর ১টি গোল করেন। ৭ম খেলায় শেরশাহ কলোনী ডাঃ মজহারুল হক হাই স্কুল ২-১ গোলে বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ইয়াসিন আরাফাত, তামজীদ ১টি করে গোল করেন। ৮ম খেলায় মাইজপাড়া মাহামুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ গোলে ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।