শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধা বঞ্চিতরা পেল ঈদ উপহার

| বৃহস্পতিবার , ৬ মে, ২০২১ at ১০:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে আশ্রিত সমাজের সুবিধাবঞ্চিত, বিপন্ন , ঝুঁকিতে থাকা পথশিশুদের হাতে দেয়া হল ঈদ পোশাক, উপহার সামগ্রী ও ধর্মীয় শিক্ষা সহায়ক উপকরণ। গতকাল বিকেলে অনুষ্ঠিত ইফতার মাহফিলপূর্ব অনুষ্ঠানে দুই শতাধিক শিশুদের এসব উপহার দেয়া হয়।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত কেন্দ্রের মিলনায়তনে সীমিত পরিসরে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও হাটহাজারী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন। উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে আউটরিচ ওয়ার্কার বিপুল চন্দ্র পালের সঞ্চালনায় সভায় কোরান তেলাওয়াত করেন কেন্দ্রের শিশু জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১নং ফরহাদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আলী আকবর, ফরহাদাবাদ জামে মসজিদের ইমাম মো. সরোয়ার ফরহাদ।
প্রধান অতিথি মোহাম্মদ রুহুল আমীন বলেন, শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রটি অবহেলিত ও বঞ্চিত শিশুদের নিরাপদ আঙিনায় পরিণত হয়েছে। আজ এমন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার করা, তাদের হাতে কিছু উপহার তুলে দিতে পারাটা ভাগ্যই বলা যায়। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, বৈশ্বিক মহামারীর সংকটময় এ পরিস্থিতিতে সীমিত পরিসরে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে আমাদের আজকের এ ছোট্ট প্রয়াস। তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে সমাজের ঝুঁকিতে থাকা, বিপন্ন, পথশিশুদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধপ্রফেসর বেনু কুমার চবির নতুন উপ-উপাচার্য
পরবর্তী নিবন্ধশিক্ষার প্রসারে অবকাঠামো উন্নয়নে পরিকল্পনা সিআইইউর