শেখ রাসেল একাডেমি চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আজ

| বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ১০:১২ পূর্বাহ্ণ

শেখ রাসেল অনূর্ধ্ব১১ একাডেমি চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ শেখ রাসেল দিবসে। সকাল ১১টায় দামপাড়া পুলিশ লাইনস মাঠে উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। উদ্বোধক থাকবেন নগর আওয়ামী লীগ ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি থাকবেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নূর আনোয়ার হোসেন (রঞ্জু)। এদিকে গতকাল নিজ নিজ ম্যাচে জিতেছে কর্নেল জামিল উদ্দিন কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ও আব্দুর রব সেরনিয়াবাদ চিটাগাং ক্রিকেট একাডেমি (সিসিএ)। ম্যাচে রোজি জামাল ক্রিকেট একাডেমির ১০৩ রানের জবাবে সিসিএ ৬ উইকেটে ১০৪ রান করে ৪ উইকেটে জয় পায়। ম্যাচ সেরা হয় প্রান গোপাল। তাকে পুরস্কৃত করেন সিজেকেএস ক্রিকেট সম্পাদক আব্দুল হান্নান আকবর। অপর ম্যাচে শেখ কামাল ইস্পাহানি ক্রিকেট একাডেমির ৯৩ রানের জবাবে কোয়ালিটি ম্যাচ সেরা ইভান রায়হানের ৪৩ রানের উপর ভর করে ৪ উইকেট হারিয়ে ৯৫ রান তুলে ৬ উইকেটে জয় পায়। ম্যাচ সেরাকে পুরস্কৃত করেন সিজেকেএস কাউন্সিলর এস এম আবদুল্লাহ আল মামুন।

পূর্ববর্তী নিবন্ধআবদুস সবুর খান
পরবর্তী নিবন্ধএইচ ফর হ্যান্ডওয়াশিং গেমস