শেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেটের খেলোয়াড় বাছাই কাল

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ১০:৪৩ পূর্বাহ্ণ

এম এ আজিজ স্টেডিয়ামে আগামী মাসের মাঝামাঝি থেকে শুরু হতে যাচ্ছে শেখ রাসেল স্মৃতি অনূর্ধ্ব-১১ ক্রিকেট উৎসব। উৎসবে সামিল হতে এরইমধ্যে নাম তালিকাভুক্ত করেছে ১৩টি ক্রিকেট একাডেমি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত টি-২০ ঘরানার এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে জেলা ক্রীড়া সংস্থা। তালিকাভুক্ত করা ক্রিকেট একাডেমিগুলোর ক্রিকেটারদের বয়স নিশ্চিতকরণে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে খেলোয়াড় বাছাই। ডাক্তারি পরীক্ষার মাধ্যমে বয়স নিশ্চিত হওয়ার পর বাছাইকৃত ক্রিকেটারকে ইয়েসকার্ড দেওয়া হবে। কোন একাডেমি এই ইয়েসকার্ড ব্যতিত ক্রিকেটার ছাড়া দল মাঠে নামাতে পারবে না। বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাহতাব উদ্দিন চৌধুরী। উদ্বোধক থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সিজেকেএস সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধনেপাল নয় বাংলাদেশই এগিয়ে
পরবর্তী নিবন্ধফিফা সভাপতি করোনায় আক্রান্ত