চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘শেখ ফজিলাতুন নেছা আমার মা’ বইটি উপহার দিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জীবন ও কর্মের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। গত ৮ আগস্ট আলোচনা সভা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ–সভাপতি আবদুর রশিদ লোকমানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নুর, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মহাশ্বেতা রায়, অধ্যাপক একরামুল হক, নিরূপম মল্লিক, সুবির কান্তি দাশ, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ–সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, মুহাম্মদ আজিজ মিসির, মিনহাজুল আবেদীন সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, সরফরাজ নেওয়াজ রবিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, কলেজ শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন খায়রুন্নেচছা মজলুন, রাজিয়া আক্তার, সানিয়া জাহান রিনা সুমাইয়া আক্তার প্রমুখ।