শেখ ফজলুল হক মনি দল চ্যাম্পিয়ন

মুজিব শতবর্ষ শেখ রাসেল ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২ জানুয়ারি, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ শেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে শেখ ফজলুল হক মনি- উদীয়মান ক্রিকেট একাডেমি। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ৪৯ রানে সুলতানা কামাল- ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরীর পৃষ্ঠপৌষকতায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় শেখ ফজলুল হক মনি- উদীয়মান ক্রিকেট একাডেমি টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করে। দলের পক্ষে জাহিদ হোসেন সর্বোচ্চ ৩৭ বলে ৩০ রান করে। জবাবে সুলতানা কামাল-ব্রাদার্স ক্রিকেট একাডেমি ১৮.৪ ওভার সব কয়টি উইকেট হারিয়ে ৯২ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের মিনহাজুল হক ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্যা সিরিজ, সেরা বোলার এবং সেরা ব্যাটসম্যান সহ ৪টি ট্রফি লাভ করেন। গতকালের সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ এম.পি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিদারুল আলম চৌধুরী । উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, আশিক উল্লাহ এম.পি, সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস নির্বাহী সদস্য এ.কে.এম. আবদুল হান্নান আকবর, হাসান মুরাদ বিপ্লব প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধশোষণের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে ছাত্র ইউনিয়ন
পরবর্তী নিবন্ধস্কুলে স্কুলে বই বিতরণ