শেখেরখীলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে মতবিনিময়

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন’ এ প্রতিপাদ্যের আলোকে গতকাল বৃহস্পতিবার মৌলভী বাজার বাহমনিখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শেখেরখীল কমিউনিটি পুলিশের সভাপতি মো.সাঈদ হোসেন চৌধুরী আরাফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাও. মুহাম্মদ জহিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুল আলম। প্রধান অতিথি বলেন,

দেশের বর্তমান প্রেক্ষাপটে মানুষ নানাভাবে অপরাধ সংঘটিত করে আসছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে, যা মোটেও কাম্য নয়। কোনভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবেনা। পুলিশ ইতিমধ্যে পুরোদমে কাজে ফিরেছে। সার্বিক আইনশৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা রক্ষায় কাজ করছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (এসআই) দয়াল চন্দ্র ভৌমিক, শেখেরখীল কমিউনিটি পুলিশের সহসভাপতি মাস্টার এমরান বাচ্চু, সাধারণ সম্পাদক আবদুর নুর, সহসাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধসার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ২ দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা