বাঁশখালীর শেখেরখীল মাহমুদুল্লাহর দোকান স্টেশনে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়েছে ৪ দোকান। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লক্ষ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। গত বুধবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও মুহূর্তের মধ্যে ৪ দোকানের সবকিছুই পুড়ে যায় বলে জানান স্থানীয় রমিজ টেলিকমের স্বত্বাধিকারী মো. রমিজ উদ্দিন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মুদি দোকানদার রিদোয়ান সাওদাগর, চা দোকানদার মান্নান সাওদাগর, ফলের দোকানদার নুরুল আমিন সাওদাগর ও অর্পণ দাশের সেলুনের দোকান। রিদোয়ান সাওদাগরের মুদি দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার নুরুল বাশার জানান, আমরা জরুরী সেবা ৯৯৯–এ ফোন পেয়ে দ্রুতই ঘটনাস্থলে যাই। এ ঘটনায় মুদির দোকানসহ ৪ দোকান পুড়েছে। আমরা পরবর্তীতে কমসময়ে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে এনেছি।