শুলকবহর ওয়ার্ডকে ৩০ ভ্যান গাড়ি উপহার দিল ইস্পাহানি লিমিটেড

| শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৬:৫১ পূর্বাহ্ণ

সম্প্রতি সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন আনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৮নং শুলকবহর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে ঘোষণা করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন অথিরিট (জাইকা)। আর সেই সফলতাকে আরো বেগবান করতে উপহার স্বরূপ ৮নং শুলকবহর ওয়ার্ডে বর্জ্য অপসারণে উন্নত ও আধুনিক ৩০টি ভ্যানগাড়ি, ২টি পানির ছোট ভাউচার প্রদান করে এম.এম. ইস্পাহানি লিমিটেড। গতকাল বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নানের সার্বিক তত্ত্বাবধানে ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলমের হাতে এসব ভ্যানগাড়ি তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের চট্টগ্রাম ডিভিশনাল ম্যানেজার আবু হেনা মোস্তফা হেলাল, চট্টগ্রাম মার্কেটিং উইং ম্যানেজার নুর নবী। এসময় উপস্থিত ছিলেন এস.এইচ কর্পোরেশনের স্বত্তাধিকারী সাব্বির হান্নান, খুলশী কলোনী মহল্লা কমিটির সভাপতি আব্দুল কাইয়্যুম, সাধারণ সম্পাদক ঈদ মোহাম্মদ মুন্নু, খুলশী রেলওয়ে ৯নং ব্রীজ সভাপতি মোতালেব সরকার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সমাজসেবক মো. সোহেল, ৮নং ওয়ার্ড পরিচ্ছন্ন সুপারভাইজার আব্দুস সাত্তার রাসেল, ইনচার্জ মো. জাকির হোসেন, মো. সবুজ, মো. রবিউল, মো. বাবলুসহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবৃত্তি, গণ সঙ্গীত ও পথ নাটক প্রদর্শনী
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া ও মীরসরাইয়ে আগুনে পুড়ল ১৭ বসতঘর