রাজবাড়ীতে শুরু হয়েছে ওয়েব ফিল্ম ‘হরিজন পল্লী’। সকাল আহমেদের পরিচালনায় এতে জুটি বেঁধে অভিনয় করছেন তাসনুভা তিশা ও আরোশ খান। গতকাল রবিবার রাজবাড়ী জেলা সদরে অবস্থিত হরিজনদের নিজস্ব এলাকায় ওয়েব ফিল্মটির শুটিং শুরু হয়েছে। এর প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড থেকে বিষয়টি জানানো হয়েছে। খবর বাংলানিউজের। হরিজনদের জীবন বৈচিত্র নিয়ে ‘হরিজন পল্লী’র গল্প লিখেছেন সৈয়দ আশিক রহমান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফজলুল হক আকাশ। ওয়েব ফিল্মটি প্রসঙ্গে সকাল আহমেদ বলেন, এই কাজটি আমার কাছে একটি স্বপ্নের মতো হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে এর চিত্রায়ন নিয়ে আমি চিন্তা ও চর্চা করে যাচ্ছি। আজ শুটিং শুরু করলাম। আশাকরি দর্শক দারুণ কিছু পাবেন।
হরিজনদের বৈচিত্রময় জীবন সম্পর্কে সুন্দর ও বাস্তবিকভাবে দর্শকদের সামনে মেলে ধরতেই এই ওয়েব ফিল্মটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন এর কাহিনীকার। ফলে তাদের সমস্যাগুলো নিয়ে সবাই সচেতন হবেন। ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ ও আফ্রি সেলিনাসহ অনেকে।