‘শাশ্বত সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা’ প্রতিপাদ্যে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবৃত্তি মঞ্চের ষড়বিংশ প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের চাকসু সেমিনার কক্ষে প্রশিক্ষণার্থীদের ফুল দিয়ে বরণের মাধ্যমে কর্মশালা উদ্বোধন হয়। সংগঠনটি প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করেছে দুই মাসব্যাপী এ কর্মশালা। আয়োজনে সভাপতিত্ব করেন চবি আবৃত্তি মঞ্চের সভাপতি উম্মে সালমা নিঝুম। কর্মশালার প্রথমদিন ‘জড়তা মোচন’ শীর্ষক ক্লাস পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাছুম আহমেদ।
দুই মাসব্যাপী কর্মশালায় উচ্চারণসূত্র, উচ্চারণে আঞ্চলিকতার প্রভাব ও তার প্রতিকার, উপস্থাপনার কলাকৌশল ও মাইক্রোফোনের ব্যবহার, একক–দ্বৈত এবং বৃন্দ আবৃত্তি নির্মাণ, কণ্ঠানুশীলন (ভাব–রস ও তাল, লয়, ছন্দ) এবং কলাকৌশলসহ আবৃত্তির বিবিধ বিষয়ে দেশের বরেণ্য আবৃত্তি শিল্পী এবং বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণ দেবেন।