ঢালিউডের অন্যতম শীর্ষ দুই তারকা আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে শুভ তার অভিনীত ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’ থেকে আপাতত নিজেকে গুটিয়ে নিয়েছেন। অন্যদিকে নুসরাত ফারিয়া কাজ করছিলেন ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মে। তিনিসহ ছবিটির পরিচালক শিহাব শাহীনও করোনায় সংক্রমিত হয়েছেন।
বুধবার হঠাৎ করেই আরিফিন শুভ অসুস্থ অনুভব করলে তিনি শুটিং থেকে বিরতি নেন। এবং কোভিড-১৯ এর পরীক্ষা করেন। গতকাল শনিবার তার ফলাফলে জানা যায় তিনি আক্রান্ত। শুভ ‘আমি ভালো আছি। উপসর্গ তেমন নেই। আশা করছি দুই সপ্তাহের মধ্যেই কাজে ফিরতে পারব।’ ‘কন্ট্রাক্ট’-এর অন্যতম পরিচালক পার্থ সরকার বলেন, ‘শুভ ভাই আপাতত বিরতিতে আছেন। তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়ায় ছুটি নেন। এখনও ২০ দিনের বেশি শুটিং বাকি আছে কাজটির। যার বেশিরভাগ অংশজুড়ে আছেন আরিফিন শুভ।’
এদিকে শিহাব শাহীন বলেন, ‘গত ৯ তারিখ আমরা সর্বশেষ শুটিং করেছি। আমার ও ফারিয়ার করোনা উপসর্গ থাকায় শুটিং বন্ধ করে দিয়েছি। ফারিয়ার টেস্ট করা হলেও আমারটা এখনও করিনি। তবে গত পাঁচদিন ধরে আমার জ্বর ও শরীর ব্যথা। এমনকি গন্ধও পাচ্ছি না। তাই ধরে নিয়েছি আমারও করোনা পজিটিভ।’ নুসরাত ফরিয়া বলেন, ‘আপাতত কোনও উপসর্গ নেই। আগের চেয়ে বেশ ভালো আছি। তবে পুরোপুরি আইসোলেশনে ও সাবধানে আছি।’
এর আগে শিহাব শাহীনের প্রজেক্টটি দুই দফা করোনার কারণে স্থগিত হয়। প্রজেক্টের নায়ক অপূর্ব করোনাক্রান্ত হয়ে আউসিইউ পর্যন্ত ঘুরে এসেছেন। জানা গেছে, দুইটি ওয়েবসিরিজের শুটিং-ই আপাতত বন্ধ।