ওটিটিতে মুক্তির অপেক্ষায় থাকা আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত ‘নূর’ সিনেমায় টিজার প্রকাশ্যে এসেছে। খবর বিডিনিউজের।
ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপের ফেসবুক পেইজে প্রচার হওয়া ৪২ সেকেন্ডের টিজারে উঠে এসেছে শুভ ও ঐশীর প্রেম। যেখানে দেখা গেছে ঐশীর বিয়ে ঠিক হয়ে যায়, আর প্রেমিকাকে পেতে শুভর আকূলতা। একসময় ঐশীকে হারিয়ে মানসিকভাবে বিভ্রান্ত ও দিশেহারা হয়ে ওঠেন শুভ। টিজারে কিছু বিধ্বস্ত মুহূর্তের পাশাপাশি গভীর প্রেমের মুহূর্তও উঠে এসেছে। চার বছর আগে শুভ ও ঐশী জুটিকে নিয়ে সিনেমাটি বানিয়েছেন রায়হান রাফী।
সিনেমাটি প্রথমে প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও রাফী এখন ওটিটিকে মুক্তির জন্য বেছে নিয়েছেন। রাফী বলেন, সিনেমাটি দেখার পর মনে হয়েছে এটা ওটিটিতে মুক্তি পেলে ভালো হয়। ওটিটি দর্শকের জন্য একটা ভালো অভিজ্ঞতা হবে। শুভ ও ঐশী জুটির তৃতীয় সিনেমা এটি। আরিফিন শুভ এখন ব্যস্ত রয়েছেন নতুন একটি সিনেমার শুটিং নিয়ে। সাইফ চন্দনের পরিচালনায় শুভর বিপরীতে সিনেমায় দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। এর বাইরে শুভ অভিনীত বলিউডের ‘জাজ সিটি’ নামের একটি সিরিজ মুক্তির অপেক্ষায়। এছাড়াও অনম বিশ্বাস পরিচালিত ‘ঠিকানা বাংলাদেশ’নামের এক সিনেমায়ও দেখা যাবে শুভকে। অন্যদিকে ঐশী সমপ্রতি শুটিং শেষ করেছেন ‘সোলজার’ সিনেমা। সাকিব ফাহাদের পরিচালনায় এই সিনেমায় ঐশীকে দেখা যাবে শাকিব খানের বিপরীতে।











