শুভেচ্ছা সফরে চট্টগ্রাম এসেছে জাপানের দুটি যুদ্ধজাহাজ

| সোমবার , ১০ এপ্রিল, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

জাপান মেরিটাইম সেলফ্‌ ডিফেনস ফোর্স এর দুটি যুদ্ধজাহাজ উরাগা ও আওয়াজি তিনদিনের শুভেচ্ছা সফরে গতকাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী বাদ্য যন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজ দুটিকে স্বাগত জানায়।

পরে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ জাহাজ দুটির অধিনায়কগণকে স্বাগত জানান। এসময় বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজ দুটির অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এবং কমান্ডার বিএন ফ্লিট এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া জাহাজ দুটির কর্মকর্তা ও নাবিকগণ চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি) এবং নৌবাহিনী মেরিটাইম মিউজিয়ামসহ চট্টগ্রামস্থ বিভিন্ন দর্শনীয়/ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধআল্লাহর নৈকট্য লাভের মহিমান্বিত মাস পবিত্র রমজান
পরবর্তী নিবন্ধদাউদ ই বোহরা সমপ্রদায় আনজুমানে তাহেরী ট্রাস্টের ঈদ সামগ্রী বিতরণ