শুধু যুবক- যুবতী নয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য “ফিটনেস সাগা“

| সোমবার , ৫ মে, ২০২৫ at ১১:৪৫ পূর্বাহ্ণ

শুধু যুবক- যুবতীদের জন্য নয়, এবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, কিশোর-কিশোরী ও বৃদ্ধ-বৃদ্ধাদের শরীরিক ফিটনেসের কথা মাথায় রেখে গতানুগতিক ধারা থেকে বের হয়ে বিশ্বমানের আপডেট সামগ্রী নিয়ে ইপিকের “ফিটনেস সাগার” যাত্রা শুরু হয়ে চট্টগ্রাম নগরীতে। নারী-পুরুষদের রয়েছে আলাদা ট্রেইনার। মনোরম পরিবেশ ও সর্বোচ্চ নিরাপত্তা থাকায় যাত্রার প্রথম দিনেই ভীড় করতে শুরু করেছে স্বাস্থ্য সচেতন নাগরিকরা।

কায়সার রিজভী টিপু। তিনি একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি। তার বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ইবতিসুম কায়সার (সিরাস)কে নিয়ে এসেছে চট্টগ্রাম একমাত্র স্বয়ং সম্পূর্ণ শরীর চর্চা কেন্দ্র “ফিটনেস সাগাতে”। কারণ প্রতিষ্ঠানটিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা।

শনিবার (৩ মে) চট্টগ্রাম নগরীর চকবাজার চট্টেশরীর এলাকার চমেক হোস্টেলে বিপরীতে নগরবাসীর স্বাস্থ্য সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে “ফিটনেস সাগা” নামে বিশ্বমানের এই জীম সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, কর্মব্যস্ততার নগরীতে শরীরিকভাবে ফিট থাকতে এসমস্ত জীম সেন্টারের বিকল্প নেই। অসুস্থ হয়ে ব্যয়াম নয়, সুস্থ থাকতে শরীরিক চর্চা করলে অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। বিশ্বমানের সামগ্রী রাখায় প্রতিষ্ঠানটির প্রতি সাধুবাদ জানিয়ে এক গুচ্ছ পরামর্শ দেন সিটি মেয়র।

এদিকে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে এবং শরীর, মন ও সাস্থ্য সুস্থু রাখতে শরীর চর্চার কোনো বিকল্প নেই, তাই সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রাম নগরীতে বিশ্বমানের এই শরীর চর্চা কেন্দ্রের যাত্রা শুরু করার কথা জানান “ফিটনেস সাগার” কর্তৃপক্ষের।

নাট্যকার ইফরাদ আবেদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন এপিক গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী লোকমান কবীর, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু সুফিয়ান, মহানগর বিএনপি নেতা কামরুল ইসলাম, শুলকবহর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক হাসান কবীর চৌধুরী, প্রতিষ্ঠানটির জিম ট্রেইনারসহ আরো অনেকে।

পূর্ববর্তী নিবন্ধন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো নির্মাণে তরুণদের ভূমিকা থাকতে হবে
পরবর্তী নিবন্ধপটিয়ায় চাঞ্চল্যকর শিউলি হত্যার মূল হোতা মা-ছেলে গ্রেফতার