শুধু জ্ঞান বিতরণ নয়, জ্ঞান সৃষ্টি করাও বিশ্ববিদ্যালয়ের কাজ

প্রিমিয়ার ইউনিভার্সিটির মতবিনিময় সভায় শিক্ষা উপমন্ত্রী

| রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সঙ্গে ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বোর্ড অব ট্রাস্টিজের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের ও কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা উপমন্ত্রী ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মহিবুল হাসান চৌধুরী নওফেল। সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, হাসিনা মহিউদ্দিন, রেমন্ড আরেং, বোরহানুল হাসান চৌধুরী সালেহিন প্রমুখ। সভার সঙ্গে ট্রাস্টিজের সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন। স্বাগত বক্তব্য দেন, ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমান।
শিক্ষা উপমন্ত্রী বলেন, শুধু জ্ঞান বিতরণ নয়, জ্ঞান সৃষ্টি করাও বিশ্ববিদ্যালয়ের কাজ। এজন্য গবেষণার প্রয়োজন। আমাদের শিক্ষার মান ঊর্ধ্বমুখী করার চেষ্টা আমরা করছি। শিক্ষার্থীদের অবশ্যই কর্ম উপযোগী শিক্ষা প্রদান করতে হবে।
উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, বিশ্ববিদ্যালয়সমূহের কাজ হলো জ্ঞান বিতরণ করা আর এই জ্ঞান হলো সভ্যতার ভিত্তি।
হাসিনা মহিউদ্দিন বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সুনাম আশা করি আরো ছড়িয়ে যাবে।
রেমন্ড আরেং বলেন, শিক্ষকেরা জ্ঞান তৈরি করেন, জ্ঞান চর্চা করেন এবং জ্ঞান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক এবং বিভাগীয় প্রধানগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকশিস, মহানগর শাখার প্রতিনিধি সভা আজ
পরবর্তী নিবন্ধমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে প্রভাসের সিনেমা