শুদ্ধাচার কৌশল প্রয়োগের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আহ্বান

চবিতে শুদ্ধাচার সংক্রান্ত কর্মশালায় উপ-উপাচার্য

| সোমবার , ২৯ জানুয়ারি, ২০২৪ at ৯:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় চবি কর্মচারীদের জন্য শুদ্ধাচার সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ। আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. তানজিনা শারমিন নিপুনের সঞ্চালনায় অনুষ্ঠানে রিসোর্স পার্সন ছিলেন দর্শন বিভাগের প্রফেসর ড. এফ. এম এনায়েত হোসেন। উপউপাচার্য বলেন, সহজ কথায় শুদ্ধাচার মানে শুদ্ধ বা ভাল আচরণ। তাই ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় ভাবে শুদ্ধাচার কৌশল প্রয়োগ সুশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে ভাল আচরণের মাধ্যমে সেবাপ্রার্থীদের সেবা প্রদানের লক্ষ্যে সততা, নিষ্ঠা ও আন্তরিক তার সাথে দায়িত্বপালন করা শুদ্ধাচারের অন্তর্ভুক্ত। তিনি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা শুদ্ধাচারের উপর যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেয়েছেন তা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে ভূমিকা রাখার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেইস রাঙ্গুনিয়া গণবিদ্যালয়ে বেসিক ট্রেড কোর্স পরীক্ষা
পরবর্তী নিবন্ধবৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ