আগামীকাল মঙ্গলবার উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে চন্দনাইশ উপজেলাধীন শুচিয়া বাইনজুরী গ্রামে শ্রীশ্রী শুক্লাম্বর মহাপ্রভুর পীঠ মন্দিরে পূণ্যস্নান পূজানুষ্ঠান ও বার্ষিক মেলা অনুষ্ঠিত হবে।
এতে ভারত, নেপালসহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সাধু সজ্জন ও লাখো ভক্ত সুধীজনের সমাবেশ হয়। এ পূণ্যময় বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে শ্রীশ্রী শুক্লাম্বর দীঘি উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দু দত্ত প্রশাসনের সাবিক সহযোগিতা ও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সদয় উপস্থিতির অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।