শুঁটকিতে মেশানোর বিষ খেয়ে রোহিঙ্গা শিশু হাসপাতালে

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৮:৩১ পূর্বাহ্ণ

কক্সবাজারের নাজিরারটেক শুঁটকি মহালে শুঁটকি মাছে মেশানোর জন্য রাখা বিষপানে মো. ইউনুস (১৩) নামে অসুস্থ হয়ে পড়া এক রোহিঙ্গা শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষক্রিয়ায় আক্রান্ত শিশুটি কক্সবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। সে এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এর আগে মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ইউনুস উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ব্লক বি ডব্লিও৭ এর মৃত জিয়াউর রহমানের ছেলে। ইউনুসের মা শামসুন নাহার বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প থেকে কাজের সন্ধানে বের হয়ে তারা নাজিরারটেকে একটি ভাড়া বাসায় থাকেন। সেখানে মা ছেলে দুজনই দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। সোমবার দুপুরে কয়েকজন বন্ধু মিলে নাজিরারটেকে মাছ শুকানোর মাচার পাশে একটি বোতল দেখতে পায়। ওই সময় বন্ধুরা মিলে দুষ্টুমির ছলে ‘এই বিষ দিলে মাছের পোকা মরে না। তাই এগুলো খেলে কিছু হবে না’ বলে বোতলটি হাতে নিয়ে কিছু বিষ খেয়ে ফেলে।

শামসুন নাহার আরও বলেন, সারাদিন কোনো সমস্যা হয়নি। রাতে বমি শুরু হয়। একপর্যায়ে অজ্ঞান হলে তাকে মঙ্গলবার প্রথমে রোহিঙ্গা ক্যাম্পের হাসপাতালে, পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসি। আল্লার রহমতে ছেলের অবস্থা একটু ভাল

হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসক ডা. আব্দুল মজিদ জানান, ‘বিষক্রিয়ায় আক্রান্ত হলে শিশুটিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে শিশুটি অনেকটা আশঙ্কামুক্ত।’

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন প্রশ্নে বিএনপি-জামায়াত একঘরে হয়ে পড়েছে : সুজন
পরবর্তী নিবন্ধচকরিয়ায় একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও সিএনজি টেক্সিতে আগুন