শীর্ষ ১০ পেশাজীবী নারী সম্মাননা

চাটগাঁ ডাইজেস্টের উদ্যোগ

| সোমবার , ৬ মে, ২০২৪ at ৮:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে গত শনিবার মাসিক চাটগাঁ ডাইজেস্টের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত শীর্ষ ১০ পেশাজীবী নারী সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের।

প্রাক্তন যুগ্ম সচিব ও মাসিক চাটগাঁ ডাইজেস্টের প্রধান সম্পাদক প্রফেসর ড. জয়নাব বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্পাদক সিরাজুল করিম মানিক এতে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেইলী পিপলস ভিউর সম্পাদক ওসমান গণি মনসুর, আগ্রাবাদ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, চট্টগ্রাম লেডিস ক্লাবের সভাপতি খালেদা এ আউয়াল, দৈনিক বাংলার ব্যুরো প্রধান সাংবাদিক ডেইজী মউদুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারী ইন্টারন্যাশনাল ৩২৮২এ গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান। অনুভূতি ব্যক্ত করেন চট্টগ্রাম কর অঞ্চলের কর কমিশনার সামিনা ইসলাম, সাইফ মেরিটাইম লি. এর এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার শায়লা মাহমুদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তাহেরা বেগম। অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. তাহের আরো বলেন, আল কোরআনে সৃষ্টিকর্তা নারীদের অধিকার, সম্মান ও মর্যাদা সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন। দেশে নারীর ক্ষমতায়ন দিন দিন বাড়ছে। বর্তমানে দেশরক্ষা, প্রশাসন, আইনশৃঙ্খলা, কৃষি, ব্যবসাবাণিজ্য সহ গণমাধ্যমে নারীর গর্বিত পদচারণা বেশ লক্ষণীয়। দেশের সংবিধানে নারীর মর্যাদা ও অধিকার সম্পর্কে সুস্পষ্ট বিধান রয়েছে। অনুষ্ঠানে শীর্ষ ১০ পেশাজীবী নারীদের প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ সম্মাননা ক্রেস্ট ও গিফট তুলে দেন।

সংবর্ধিত শীর্ষ ১০ পেশাজীবী নারীরা হলেন চট্টগ্রাম কর অঞ্চলের কর কমিশনার সামিনা ইসলাম, এশিয়ান ইউনির্ভাসিটি ফর ওম্যানের ডাইরেক্টর ফর এডমিশন প্রফেসর রেহেনা এ খান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধ্যাপক ডা. তাহেরা বেগম, রূপালী ব্যাংক পিএলসি ডিজিএম বেগম কামরুন নাহার, চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র আইনজীবী এড. নাজ আফরিন সিরাজী কাকলী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী সালমা খাতুন, চট্টগ্রাম ওম্যান চেম্বারের পরিচালক সাহেলা আবেদীন (রীমা), সাইফ মেরিটাইম লি: এর এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার শায়লা মাহমুদ, বাংলাদেশ বেতারের সিনিয়র উপস্থাপিকা লায়ন নাসরিন ইসলাম, অন্নসেবা লি: এর ম্যানেজিং ডাইরেক্টর আবিদা সুলতানা হাসান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে নির্মাণাধীন ভবনে চুরির ঘটনায় গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ায় আন্তর্জাতিক কনফারেন্সে আইআইইউসি প্রতিনিধি দল