শীর্ষ ছিনতাইকারী ও থানায় লুটপাট মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৪:১৭ পূর্বাহ্ণ

নগরের পাহাড়তলী থানার সিগন্যাল এলাকা থেকে শীর্ষ ছিনতাইকারী ও থানায় লুটপাট মামলার আসামি সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গত ৫ আগস্ট পাহাড়তলী থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ধৃত সুমন এই ঘটনার অন্যতম আসামি ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যা
পরবর্তী নিবন্ধদুটি জাহাজ নিয়ে চালু হচ্ছে সার্ভিস, চলবে ২০ মার্চ থেকে