শীত

খালেছা খানম | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:২৫ পূর্বাহ্ণ

ঘাসের বুকে মুক্তোদানা

খিলখিলিয়ে হাসে,

রবি মামা উষ্ণ ছোঁয়ায়

ঘুম পাড়াতে আসে।

উদোম গায়ে পাখিরা সব,

খাবার খোঁজে ছুটে,

হিম হাওয়ায় গায়ের পশম

শিরশিরিয়ে ওঠে।

খেজুর গাছে গাছি ওঠে

মিঠে রসের হাঁড়ি হাতে,

মিঠে রসে পিঠে বানায়

শিশিরভেজা প্রভাতে।

ফুলের মুখে জল ছিটিয়ে

শিশির ঘুমায় কোলে,

নতুন ভোর করে শুরু,

মিষ্টি হাওয়ায় দোলে।

ফুলে ফুলে অলি বসে

আদরমাখা হাসি দিয়ে,

ফূলের সাথে করে খেলা

গুনগুনিয়ে গান শুনিয়ে।

পূর্ববর্তী নিবন্ধক্যানসার
পরবর্তী নিবন্ধপবিত্র বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসা : মুসলমানদের প্রথম কিবলা