শীতের কামড়

সুজন দাশ | বুধবার , ২৬ জানুয়ারি, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

 

 

কাঁচের ঘরেআয়েশ করে ঘুমায় যারা রাতে,

শীতের জ্বালামশান পালা ছুঁইনা তারে দাঁতে।

জাপটে ধরেচটের ঘরে কাঁপন ধরা জ্বালা,

তারাই জানেশীতের মানে নিদ্রা বিহীন পালা!

কেউ বা শীতেমুগ্ধ গীতে ভ্রমণ নিয়ে মাতে,

কেউ তো আছেকষ্ট গাছে রোজই মরে ভাতে!

গ্রাম পাহাড়েবনের ধারে যাদের বাড়ি আছে,

শীতের খেলাদেখায় মেলা গিয়ে তাদের কাছে!

গরীব যারাশীতের তারা শত্রু যেন বড়!

পারলে গিয়ে সাহস নিয়ে পালের গোদা ধর।

সূর্যি মামাখুশির ধামা রৌদ্র নিয়ে এলে,

পালায় শীতেদুখের গীতে লেজটি যেন তুলে!

পূর্ববর্তী নিবন্ধচলো সবাই
পরবর্তী নিবন্ধএসো সবাই শীত তাড়াই