শীতের আমেজ

0

শীতের আমেজ লাগছে ভালো
ঠাণ্ডা ও হিম হিম
গায়ে কেমন কাঁপন ধরে
গা করে ঝিম ঝিম।

ধানের শীষে শিশির ফোঁটা
যেন হীরের খনি
শীমের মাচায় জ্বলতে থাকে
হাজার হাজার মনি।

খেজুর গাছে গাছি ছুটে
রসের হাঁড়ি নিয়ে
শহর গ্রামে ধুম পড়েছে
শীতে রাতের বিয়ে।