‘শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব’

| শনিবার , ২০ জানুয়ারি, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

নিষ্ঠা ফাউন্ডেশন : জনকল্যাণমূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি ফাউন্ডেশনের জামাল খান রোডস্থ কার্যালয়ে ৪র্থ দফায় কম্বল বিতরণ করা হয়। বিতরণপূর্ব এক সংক্ষিপ্ত সভা ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরে চট্টগ্রাম নগরীর ছিন্নমূল, বুয়া, সেবকসেবিকাসহ দরিদ্র নারীপুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় নিষ্ঠার ভাইসচেয়ারম্যান এম এ সবুর, ট্রাস্টি আসিক ইউসুফ চৌধুরী, আজীবন সদস্য ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাজেদা বেগম, আজীবন সদস্য জাহেদ আহমদ, জুনাইদ চৌধুরী, পিআরও ফখরুল সাজ্জাদ, সাবেক পিআরও রিফাত, এপিআরও আসিফ, আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ড. মুহাম্মদ নুর হোসাইন আলআরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু সহ যারা কম্বল বিতরণ প্রকল্পে সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং শীতার্তদের পাশে দাঁড়াবার জন্য সামর্থবানদের প্রতি আহ্বান জানান।

বোয়ালখালী প্রেসক্লাব : বোয়ালখালী প্রতিনিধি জানান, চট্টগ্রামের বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় সামাজিক সংগঠন পূবার্শার আলোর সার্বিক সহযোগিতায় প্রেসক্লাব চত্বরে বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র ও প্রেসক্লাবের আজীবন সদস্য জহুরুল ইসলাম জহুর। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, পূর্বাশার আলো কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু সাদেক, মোঃ তাজুল ইসলাম, মোঃ ওসমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রভাষ চক্রবর্তী, দপ্তর সম্পাদক এস এম নাঈম উদ্দিন, প্রচার সম্পাদক জাহিদ হাসান, সাইফুদ্দিন খালেদ, আকতার হোসেন প্রমুখ।

কামালনুরুন্নেছা স্মৃতি সংসদ : নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের শ্রমজীবী, কর্মহীন, দুস্থঅসহায়, দিনমজুর ও খেটে খাওয়া শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠান ১৭ ডিসেম্বর সকাল ১০টায় মোজাহেরুল্লা মুহুরী বাড়ির কামালনুরুন্নেছা স্মৃতি সংসদ কার্যালয়ে কামালনুরুন্নেছা স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা সৈয়দ মো. কাবেদুর রহমান কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওয়াজ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মাওলানা এম সোলাইমান কাসেমী, ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য এস এম হাসিবুর রহমান, এস এম শফিউল বাহার, এস এম মুসফিকুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এতে বক্তারা বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই মানবতার কল্যাণে কাজ করছে কামালনুরুন্নেছা স্মৃতি সংসদ। এছাড়াও বক্তারা বলেন, এই শীত মৌসুমে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব।

আলী শাহ নগর রেল বীট ব্যবসায়ী সমিতি : নগরীর ইপিজেড থানাধীন আলী শাহ নগর রেল বীট ব্যবসায়ী সমিতির উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারি কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর ও সিডিএ বোর্ড মেম্বার হাজী জিয়াউল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ হালিশহর ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর হাজী আসলাম। অতিথি ছিলেন আ.লীগ নেতা সেলিম আফজল, লোকমান হাকিম, আনোয়ারুল করিম রুশদী, চন্দ্রাশীষ আষিস, জোবায়েত খলিল দীপু, খলিলুর রহমান, মো. আনিছ, মো. জাহাঙ্গীর, ছিদ্দিক মাঝি, মো. সায়েম, নাঈমুল ইসলাম শুভ, মো. রনি, শফিকুল ইসলাম, আরমান, আসিফ. সাইফুল ইসলাম, রুবেল, মামুন প্রমুখ।

মহানগর স্বেচ্ছাসেবক দল : চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অসহায়, গরিব ও মেহনতি শীতার্ত মানুষের মাঝে গতকাল শীতবস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সমাজসেবক নুরুল আলম শিপু। এ সময় উপস্থিত ছিলেন নুরুল আলম সিদ্দিকী, আমির খসরু রাজু, নুরুল হাসান টিপু, রিয়া, জিকু, ইমরান হোসেন লিটন, রাসু, ওয়াহিদ কামাল, হাবিব প্রমুখ। শীতবস্ত্র বিতরণকালে নুরুল আলম শিপু বলেন, মানুষ মানুষের জন্য। এই তীব্র শীতে বহু নিম্ন মানুষ কষ্ট পাচ্ছে। এখনই সময় তাদের পাশে দাঁড়ানো। যার যার সাধ্যমতো এগিয়ে আসলে গরীব শীতার্তরা বাঁচতে পারবে।

হাজী তফছির আহমদ সওদাগর স্মৃতি সংসদ : নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ হাজী তফছির আহমদ সওদাগর স্মৃতি সংসদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও স্বাবলম্বী প্রোগ্রামের আওতায় সেলাই মেশিন বিতরণ কার্যক্রম চসিক ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর ও সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর সমাজসেবা কার্যালয়৩ অফিসার মোহাম্মদ আশরাফ উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম, মেধাবী সংগঠক মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ ফরিদুল আলম, মোহাম্মদ রাশেদুল আলম, মোহাম্মদ সরওয়ার উদ্দিন, মোহাম্মদ দেলোয়ার হোসেন বাচা, মোহাম্মদ মহিউদ্দিন মানিক, মোহাম্মদ খোরশেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজী তফছির আহমদ সওদাগর স্মৃতি সংসদ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতার কল্যাণে কাজ করে আসছে। এছাড়াও শীত মৌসুমে অসহায় শীতার্ত মানুষদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

স্বস্তিকা : নতুন সোয়েটার পেয়ে চোখেমুখে খুশির ফোয়ারা। তারা চা বাগান শ্রমিকের সন্তান। গতকাল দুপুরে স্বস্তিকার মুখপাত্র প্রয়াত সুমন দাশগুপ্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শীতবস্ত্র বিতরণ করা হয়। হারুয়ালছড়ি রাঙ্গাপানি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীলা নন্দী জানান, প্রাক্‌প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চারশ শিক্ষার্থীকে নতুন সোয়েটার দিয়েছে স্বস্তিকা।

মুন্নী বড়ুয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের শীতবস্ত্র ও আনন্দ দিতে চেয়েছিল আমাদের বন্ধু সুমন। সে আজ না ফেরার দেশে। তার ইচ্ছে পূরণ করতে এসেছি আমরা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন, সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেন, স্বস্তিকার সুজয় নন্দী শৈবাল, সৌমেন চৌধুরী, বিশ্বজিৎ রায়, সৌমেন মজুমদার, শ্রাবণী দে, সুমি দে, শুভাশীষ দাশগুপ্ত, রূপালী বিশ্বাস, কমল দাশ, সুজন দাশগুপ্ত, সুমন বিশ্বাস, অম্লান সুশীল, পিকলু বিশ্বাস, রিংকু দাশ, শিবলু দত্ত, পলাশ বড়ুয়া, উত্তম কর্মকার, টিনা চৌধুরী প্রমুখ।

নারীমৈত্রী সংঘ : লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান নাথপাড়ায় নারীমৈত্রী সংঘের উদ্যোগে শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও দেবীকুসুম গীতা বিদ্যাপীঠে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ১০০ জন অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। নারীমৈত্রী সংঘের সুকান্ত দেব নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজ্জীবন সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক তুষার কান্তি বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষক সুমন মজুমদার হিরো। সংবর্ধেয় অতিথি ছিলেন পূর্ব কলাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুপন কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদের শিক্ষাবিষয়ক সম্পাদক শিমুল কান্তি দেবনাথ। নারীমৈত্রী সংঘের সভাপতি প্রিয়তোষ দেবনাথের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নারীমৈত্রী সংঘের সাধারণ সম্পাদক জয়া রানী দেব।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা স্মরণে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধঅবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর