আজাদী ডেস্ক
পোর্ট কলোনি : পোর্ট কলোনি ১২নং সড়কস্থ শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যালয়ে সূর্যমুখী প্রতিবন্ধী সংস্থার সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ–সম্পাদক মেজবাহ উদ্দিন আহম্মদ মোর্শেদের ব্যক্তিগত উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সহ–সভাপতি ফররুখ আহমেদ পাবেল, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মো. কবির আহমেদ, যুব সংগঠক আমির হামজা মামুন, সাদ্দাম হোসেন, তানজীব আহসান জীবু, রাফিজুল ইসলাম পিয়াস, আবু সুফিয়ান, রুবেল, জামাল উদ্দিন মাসুম, রাহাত ইমরান, ইউসুফ জিতু, আরিফুল ইসলাম সরল, ফয়সাল আহমেদ, শাখাওয়াত হোসেন রবিন, নুরুল আবসার বিন্দু, হিমেল বড়ুয়া, রেজাউল ইসলাম, তারেক আহমেদ প্রমুখ।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : নগরীর অসহায় শীতার্ত ও দরিদ্রদের মাঝে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বুধবার (৩১ জানুয়ারি) নগরীর চিটাগং শপিং কমপ্লেক্স এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানের সংক্ষিপ্ত সভায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. বদিউল আলম। বিশেষ অতিথি মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ সভাপতি কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, সহ–সভাপতি এডভোকেট তসলিম উদ্দিন, সহ–সভাপতি নাজমুল হুদা শিপন। উপস্থিত ছিলেন মো. আলী চৌধুরী, খুরশীদ হাসান, সাইফুদ্দিন বাবুল, যীশু নাথ, আবদুর রাজ্জাক বাবু, দোলন বৈষ্ণব, ডা. রতন দেবনাথ, সমর খাস্তগীর, মঈন উদ্দিন ফরহাদ (মহিউদ্দিন), খোরশেদ আলম বাসেদ, ওমর ফারুক চৌধুরী, নান্টু চৌধুরী, ডা. সুমন তালুকদার, মামুন বাদশা, শাহেদুল আলম শাহেদ, মো. আলী মিঠু, খোরশেদ আলম মানিক, রকিবুল ইসলাম সেলিম, রুবেল শীল, লুৎফর রহমান শাকিল, মোঃ আহাদ, সুজন সর্ববিদ্যা, মো. ফয়সাল, তাপস কান্তি, জয়া বল তপু ও বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতৃবৃন্দ।
রাউজান শেখ নবী ফাউন্ডেশন : রাউজান প্রতিনিধি জানান, শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে শেখ নবী ফাউন্ডেশন। গতকাল (শুক্রবার) রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এই উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনার সভার আয়োজন করা হয়। সংগঠক মো. জামসেদ উদ্দিন চৌধুরী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন শ্রেষ্ঠ তরুণ করদাতা সমাজ হিতৈষী সিআইপি শেখ নবী। সভায় বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আরশাদ মামুন, বিশিষ্ট ব্যবসায়ী কায়সার জামান, সমাজ হিতৈষী বিশ্বজিৎ দাশ, সমাজ হিতৈষী মো. ইউনুচ মিয়া, ব্যবসায়ী মো. সেলিম, ব্যবসায়ী মো. রাশেদ মিয়া, প্রবাসী ব্যবসায়ী শাহাদাত আলম, মো. ইয়াছিন আরাফাত, মোহাম্মদ আব্দুল্লাহ, মো. সায়েম, শেখ নওশেদ, শেখ নিহাত প্রমুখ। সংগঠনটি নগরীর লালখান বাজার এলাকায়ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে।
পটিয়ায় এমএ খালেক ফাউন্ডেশন : চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পটিয়া এমএ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার বলেছেন, শেখ হাসিনা দেশের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি ভালো থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকবে তাঁকে অনুস্মরণ করেই এমএ খালেক ফাউন্ডেশন পটিয়ার আনাচে–কানাচে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
২ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে পটিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার এ কম্বল বিতরন করেন। প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশন চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার । বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নুরুল করিম। ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলমের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পরিচালনায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি প্রণব দাশ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সমাজ কল্যাণ সম্পাদক জালাল উদ্দিন, মহানগর ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন রিপন, সাংস্কৃতিক সম্পাদক বিন ফয়সাল, পৌরসভা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ বাঁচা, সহ সম্পাদক সরোয়ার উদ্দিন, সোহেল, রুবেল, আব্দুল খালেক, মফিজ, মহিলা নেত্রী আরজু আকতার, কহিনূর আক্তার, নীলা দাশ। আলোচনা সভা শেষে পটিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের ৫০০ অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়।
চট্টগ্রাম সমিতি রিয়াদ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রাম সমিতি রিয়াদ, সৌদি আরব এর পক্ষ থেকে রাঙ্গুনিয়া পৌরসভার তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে এসব উপহার সামগ্রী আনুষ্ঠানিক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ।
পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউসিসিএ লিমিটেডের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, রোয়াজারহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, ওসমান গণি সোহেল, চট্টগ্রাম সমিতি রিয়াদ, সৌদি আরব এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসেন, সাংগঠনিক সম্পাদক হোসেন সোহেল, প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন তালুকদার, দিদারুল আলম, দুলা মিয়া সওদাগর, ওসমান গণি চৌধুরী, ইউসুফ রাজু, স্বপন বড়ুয়া খালু, মফিজুর রহমান খান, মো. মামুন, গিয়াস উদ্দিন প্রমুখ। সঞ্চালনা করেন রাজন বড়ুয়া। চট্টগ্রাম মেডিক্যালে বিশুদ্ধ পানির যন্ত্র স্থাপনসহ আর্ত মানবতার সেবায় সংগঠনটির নানা অবদানের কথা তুলে ধরেন সংগঠনটির নেতৃবৃন্দ। ভবিষ্যতেও আরও নানা মানবিক উদ্যোগের কথা তুলে ধরেন তারা। তাদের এমন মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ।